আপনজন ডেস্ক: চাঁদ দেখা সাপেক্ষে এ সপ্তাহের শেষ নাগাদ শুরু হচ্ছে পবিত্র রমজান মাস। এ মাসের মহান বার্তা সবার মধ্যে ছড়িয়ে দিতে নতুন সাজে সেজেছে লন্ডনের ওয়েস্ট এন্ড। শহর কর্তৃপক্ষের সহায়তায় এমন বর্ণিল আলোকসজ্জার উদ্যোগ নিয়েছে লন্ডনের শিক্ষা বিষয়ক দাতব্য প্রতিষ্ঠান আজিজ ফাউন্ডেশন। লন্ডনের কভেন্ট্রি শহরের সবচেয়ে ব্যস্ততম সড়ক পিকাডিলি ও লিসেস্টার স্কোয়ারকে সংযুক্ত করেছে। এসব সড়কে অর্ধচন্দ্রাকার চাঁদ, তারা ও ফানুস দিয়ে তৈরি করা হয় আলোকসজ্জা। তাতে ‘হ্যাপি রমজান’ লিখে স্বাগত জানানো হয়। মধ্যপ্রাচ্যের দেশগুলোর মতো এবার লন্ডনেও তা দেখা গেল।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct