আপনজন ডেস্ক: ঋদ্ধিমান সাহা, সরফরাজ খান, অভিমন্যু ঈশ্বরণরাও ছিলেন আলোচনায়। শেষ পর্যন্ত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে লোকেশ রাহুলের জায়গায় ভারত দলে ডাকা হয়েছে অভিষেকের অপেক্ষায় থাকা ঈশান কিষানকে। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এটি জানিয়েছে ভারতের ক্রিকেট কন্ট্রোল বোর্ড বিসিসিআই। গত ২৫ এপ্রিল ঘোষিত দলে থাকা দুই পেসার জয়দেব উনাদকট ও উমেশ যাদবকে নিয়েও শঙ্কা আছে। কিষানকে দলে নেওয়ার সঙ্গে রুতুরাজ গায়কোয়াড়, মুকেশ কুমার ও সূর্যকুমার যাদবকে স্ট্যান্ডবাই হিসেবে দলে রাখার ঘোষণাও দিয়েছে বিসিসিআই। আইপিএলে ১ মে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে ম্যাচে ফিল্ডিংয়ের সময় ডান ঊরুতে চোট পান লক্ষ্ণৌ সুপার জায়ান্টস অধিনায়ক রাহুল। আইপিএলের সঙ্গে আগামী ৭ জুন ওভালে শুরু ফাইনাল থেকেও ছিটকে যান তিনি। বিসিসিআই আজ আনুষ্ঠানিকভাবে জানিয়েছে, শিগগিরই অস্ত্রোপচার করানো হবে রাহুলের। রাহুলের বদলি হিসেবে ডাকা ২৪ বছর বয়সী উইকেটকিপার–ব্যাটসম্যান কিষান এরই মধ্যে ১৪টি ওয়ানডে ও ২৭টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেছেন। ৪৮টি প্রথম শ্রেণির ম্যাচের সর্বশেষটি খেলেছেন গত বছরের ডিসেম্বরে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct