এহসানুল হক, বসিরহাট, আপনজন: সাম্প্রদায়িক মূলক উস্কানি বক্তব্যের প্রতিবাদে বিজেপি বিধায়ক তথা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে বসিরহাটের পুলিশ জেলার অন্তর্গত মাটিয়া থানায় ডেপুটেশন জমা দিল আইএসএফের কর্মী সমর্থকরা। এদিন সন্ধ্যে সাতটা নাগাদ মাটিয়া থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিকের হাতে ডেপুটেশন তুলে দেন উত্তর চব্বিশ পরগনা জেলা আইএসএফ পার্টির যুগ্ম সম্পাদক মুসাকারিমুল্লাহ এছাড়া উপস্থিত ছিলেন একাধিক বিশিষ্ট নেত্রী বর্গরা। এদিন আইএসএফ পার্টির যুব সম্পাদক জানান, বেশ কয়েকদিন ধরে রাজ্যের বিভিন্ন জায়গায় তথা বিধানসভায় বিজেপির নেতা তথা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যেভাবে উস্কানিমূলক বক্তব্য দিচ্ছেন আমরা তার বিরোধিতা করছি। তিনি যেভাবে বক্তব্য দিচ্ছেন বিভিন্ন জায়গায় একটা অশান্তি ছড়িয়ে যাচ্ছে। তাই পুলিশ প্রশাসনের কাছে আইনের কাছে আমরা দারস্থ হয়েছি। যাতে এইরকম বক্তব্য পেশ না করেন তার জন্য পুলিশকে দেখা উচিত। পাশাপাশি আইনি ব্যবস্থা নেওয়া উচিত প্রশাসনের। আমার দলের চেয়ারম্যান বিধায়ক নওশাদ সিদ্দিকী তিনি চান এইরকম উস্কানিমূলক বক্তব্য বন্ধ হোক। পাশাপাশি আমরা চাই যারা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে যেসব বিধায়করা বিভিন্ন বক্তব্য দিচ্ছেন সেটাও বন্ধ হোক। আমরা শান্তির পক্ষে। হিন্দু মুসলিম সবাই মিলে একসাথে বসবাস করি এই ভারতবর্ষে। ভারতবর্ষের ঐতিহ্য সর্বধর্ম সমন্বয়ে এই দেশ। তাই তাই আমরা কোন রকম অপ্রীতিকর বক্তব্য যাতে না হয় তার জন্য আজ আমাদের এই ডেপুটেশন। এদিন তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্য করে বলেন, শুভেন্দু অধিকারী, যেভাবে বক্তব্য দিচ্ছেন কেন তিনি মুখ্যমন্ত্রী হয়ে তার ব্যবস্থা নিচ্ছেন না। তার প্রশাসন কেন ব্যবস্থা নিচ্ছে না।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct