নাজিম আক্তার, হরিশ্চন্দ্রপুর, আপনজন: আগাম নোটিশ না দিয়ে হঠাৎ করে হরিশ্চন্দ্রপুর রেলওয়ে স্টেশন চত্বরে টোটো অটো স্ট্যান্ডে পার্কিং ফি বৃদ্ধি করার প্রতিবাদে বুধবার হরিশ্চন্দ্রপুর স্টেশন রোড অবরোধ করে বিক্ষোভ দেখালেন তৃণমূল পরিচারিত টোটো অটো চালক ইউনিয়ন।এদিন অবরোধের জেরে সকাল থেকে হরিশ্চন্দ্রপুর স্টেশন গামী রোড অবরুদ্ধ হয়ে পড়ে। ট্রেন থেকে নেমে যাত্রীদের হরিশ্চন্দ্রপুর আসাতে দুর্ভোগের মুখে পড়তে হয়।সকাল ন’টা থেকে এই অবরোধ শুরু হয়। অবরোধের জেরে স্টেশন রোড গামী যান চলাচল প্রায় ব্যাহত থাকে।টোটো অটোচালকদের দাবি দীর্ঘদিন ধরেই তারা হরিশ্চন্দ্রপুর স্টেশনে টোটো এবং অটো পার্কিংয়ের জন্য প্রত্যেকদিন কুড়ি টাকা করে রেলওয়ে নিযুক্ত ঠিকাদারকে পার্কিং ফি দিয়ে আসতো। কিন্তু হঠাৎ করে গতকাল থেকে প্রতিদিন ৪০ টাকা করে পার্কিং ফি দিতে হবে বলে নোটিশ জারি করে রেলওয়ে দপ্তর। তারপরেই এদিন সকাল থেকে রেলের এই সিদ্ধান্তের বিরোধিতা করে পথ অবরোধে নামে তৃণমূল পরিচালিত টোটো অটো ইউনিয়নের সদস্যরা।অবরোধের শেষে রেল দপ্তরের আধিকারিকদের হাতে তারা দাবি পত্র তুলে দেন।হরিশ্চন্দ্রপুর রেলস্টেশন আধিকারিকরা জানান,তাদের দাবি রেলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেওয়া হবে। এ প্রসঙ্গে আইএনটিটিইউসি ব্লক সভাপতি সাহেব দাস জানান এইভাবে রেল অটোচালকদের পার্কিং ফি একতরফা বৃদ্ধি করতে পারেনা।আমরা চাই রেল এই টোটো অটো চালকদের স্বার্থে সিদ্ধান্ত পুনঃবিবেচনা করুক।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct