নিজস্ব প্রতিবেদক, হটুগঞ্জ, আপনজন: ২০২৪ এ নিট পরীক্ষায় আল আমিন মিললি মিশনের অভাবনীয় সাফল্য। দক্ষিণ ২৪ পরগনার হটুগঞ্জের অবস্থিত আল-আমিন মিল্লি মিশন অল্পদিনের মধ্যে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের ভালো ফলাফলের সাথে সাথে সর্বভারতীয় নিট পরীক্ষায় ১০ জনের মধ্যে চারজন দারুন ফল করেছে। এক নম্বর আমানাতুল্লা শেখ ৬৪৩ পেয়েছে। দু’নম্বর তৌফিক মোল্লা ছয়স কুড়ি পেয়েছে। তিন নম্বর আমিরুল হাসান ৬১৫ পেয়েছে। চার নম্বর সমিরুল মোল্লা ৬১৪ পেয়েছে। এই ফলাফলে মিশনের চেয়ারম্যান মোঃ আব্দুল গাফফার, সাধারণ সম্পাদক মাওলানা মোঃ আব্দুল ওহাব ও জিডি স্টাডি সার্কেলের চেয়ারম্যান আলহাজ্ব শেখ নুরুল হক সাহেবগণ অত্যন্ত আনন্দিত ও উল্লোষিত সেইসঙ্গে নীট উত্তীর্ণ ছাত্রদেরকে দোয়া ও মোবারক বাদ দেন।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct