আপনজন ডেস্ক: ডেনমার্ককে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে জার্মানি। হেভার্টজ আর মুসিয়ালার গোলের সুবাদে ২-০ গোলে জিতে নেয় জার্মানরা। অন্যদিকে কোনো ম্যাচ না জিতেই এবারের ইউরো যাত্রা শেষ করলো ডেনমার্ক। ডর্টমুন্ডের সিগন্যাল ইদুনা পার্কে আক্রমণ, প্রতি আক্রমণ, গোল বাতিল, বৃষ্টি ও বজ্রপাত মিলিয়ে শেষ পর্যন্ত ডেনিশদের চোখের জলে ভাসিয়ে ইউরোর মঞ্চ থেকে বিদায় দিলো জার্মানি।
প্রথমার্ধে দাপুটে শুরু করেছিল জার্মানি। অবশ্য ম্যাচের তৃতীয় মিনিটেই এগিয়েও গিয়েছিল স্বাগতিকরা। কিন্তু ভিএআর এর মাধ্যমে গোলটি হয়। ৭ মিনিটে জশুয়া কিমিখের জোরাল শট ঠেকিয়ে দেন ডেনমার্ক গোলকিপার ক্যাসপার স্মাইকেল।
ম্যাচের ৩৬ মিনিটে বৃষ্টি ও বজ্রপাতের কারণে খেলা বন্ধ করতে বাধ্য হন রেফারি। খেলোয়াড়েরা ড্রেসিংরুমের ফিরে যান। আবহাওয়া একটু ভালো হলে প্রায় ২০ মিনিট পর খেলা পুনরায় শুরু হলেও গোলশূন্য সমতাতেই শেষ হয় প্রথমার্ধ।
দ্বিতীয়ার্থের তৃতীয় মিনিটে ড্যানিশ ডিফেন্ডার জোয়াকিম অ্যান্ডারসেন বাঁ পায়ের শটে বল জালে পাঠালেও ভিএআর এর মাধ্যমে দেখা গেছে অফসাইড।
দুই মিনিট পর গোলটি বাতিল করে দেন মাঠের রেফারি। ম্যাচের ৫২ তম মিনিটে বক্সের মধ্যে রাউমের ক্রস আটকাতে গিয়ে বল হাতে লেগে যায় ড্যানিশ ডিফেন্ডার জোয়াকিম অ্যান্ডারসনের। ভিএআর দেখে পেনাল্টির সিদ্ধান্ত দেন রেফারি। পেনাল্টি থেকে স্বাগতিকদের এগিয়ে দেন কাই হাভার্টজ। তবে দ্বিতীয় গোল তুলে নিতে জার্মানি বেশি দেরি করেনি।
৬৮ মিনিটে শোলটারবেকের লম্বা পাস ধরে ডেনিশ রক্ষণ ভেঙে গোল করেন জার্মান তারকা মুসিয়ালা। চলতি ইউরোয় এটি তার তৃতীয় গোল। শেষ পর্যন্ত ২-০ গোলের জয় নিয়েই ইউরোর কোয়ার্টার ফাইনালে যাওয়ার আনন্দে ভাসে স্বাগতিকরা। অন্যদিকে জয়হীন থেকেই এবারের ইউরোর মঞ্চ থেকে বিদায় নেন স্মেইকেল ও তার সতীর্থরা।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct