সঞ্জীব মল্লিক, বাঁকুড়া, আপনজন: দূরত্ব কমছে বাঁকুড়া-কলকাতার, বাঁকুড়ার মানুষের আর কাছাকাছি আসতে চলেছে মহানগরী কলকাতা। সৌজন্যে- ভারতীয় রেল। সূত্রের খবর, বাঁকুড়া- মশাগ্রাম রেল লাইনকে পূর্ব রেলের বর্ধমান কর্ড লাইনের সঙ্গে সংযুক্তির কাজ প্রায় শেষ পর্যায়ে। এখন এই পথে রেল যাতায়াত এখন সময়ের অপেক্ষামাত্র। এতো দিন বাঁকুড়া থেকে খড়্গপুরের হয়ে হাওড়া যেতে হলে রেলে ২৩১ কিলোমিটার পাড়ি দিতে হতো। এবার বাঁকুড়া-মশাগ্রাম হয়ে হাওড়ার দূরত্ব কমে আসবে ১৮৫ কিলোমিটারে। অন্যদিকে, আদ্রা থেকে হাওড়ার দূরত্ব ২৮৫ কিলোমিটার থেকে কমে দাঁড়াবে ২৩৯ কিলোমিটারে।
এবিষয়ে বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ বলেন, ন’বছর ধরে লড়াই করছিলাম, অবশেষে জয় পেয়েছি। এই রেলপথ সংযুক্তির বিষয়ে বারবার রেলমন্ত্রী-প্রধানমন্ত্রীর দ্বারস্থ হয়েছিলাম। কাজ হয়েছে, এবার জেলার অন্যান্য অংশের সঙ্গে সঙ্গে সোনামুখী, ইন্দাস, পাত্রসায়র ব্লক এলাকার মানুষও ভীষণভাবে উপকৃত হবেন। তাছাড়াও জেলার একাধিক রেল পথের বিষয়ে তিনি কাজ করবেন বলে জানান।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct