আমীরুল ইসলাম, বোলপুর, আপনজন: মানবিক ছবি দেখা গেলে শান্তিনিকেতন থানার বোলপুর সাব ট্রাফিকের কর্মরত এক সিভিক ভলেন্টিয়ারের। বোলপুর মহকুমা হাসপাতাল মোড় অত্যন্ত জনবহুল ও ব্যস্ত এলাকা। এখানে যে কোন সময় দুর্ঘটনা ঘটে যেতে পারে। তার একমাত্র কারণ যানজট । বীরভূম, বর্ধমান ও মুর্শিদাবাদ থেকে প্রচুর মানুষ সেখানে চিকিৎসার জন্য এখানে ছুটে আসেন। সে কারণে এখানে প্রশাসনের তরফ থেকে ট্রাফিক ব্যবস্থা করা হয়েছে। তাই সবসময়ই হাসপাতাল চত্বর ভীড়ে ঠাসা থাকে। হাসপাতালের সামনে রাস্তা পারাপার করতে গিয়ে রোগী এবং পরিবারের লোকজনদের অনেক সমস্যায় পড়তে হয়। কিন্তু আজ এই জনবহুল এলাকায় এক অন্য ছবি ধরা পরল। এক মধ্য বয়স্ক বৃদ্ধা দীর্ঘক্ষণ রাস্তা পারাপারের জন্য অপেক্ষা করছিলেন। কিছুতেই রাস্তার এপার থেকে ওপার যেতে পারছিলেন না। এই বিষয়টি বুঝতে পারার পরই শান্তিনিকেতন থানার বোলপুর সাব ট্রাফিকের নিয়ন্ত্রণে কর্মরত সিভিক পুলিশ বিকি শেখ ওই বৃদ্ধাকে নিরাপদে রাস্তা পারাপার করিয়ে দেন এবং সাধারণ মানুষের চোখে একটি স্বচ্ছ ভাব মূর্তি তৈরি হয়। এইভাবে সিভিকরা কাজ করলে পথ দুর্ঘটনা থেকে অনেক মানুষের প্রাণ বেঁচে যাবে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct