আপনজন ডেস্ক: পুজো এলেই কলকাতার আর পাঁচটা পুজো কমিটির সঙ্গে নাম জুড়ে যেত বালীগঞ্জের একডালিয়া এভারগ্রিনের পুজো। এই কমিটির একদা পুরোধ ছিলেন বিশিষ্ট রাজনীতিবিদ সুব্রত মুখোপাধ্যায়। তৃণমূলের মন্ত্রী থাকাকালীন তার প্রয়াণে মর্মাহত হন মমতা বন্দ্যোপাধ্যায়। সুব্রত মুেখাপাধ্যায়ের দৌলতে পশ্চিমবাংলা প্রথম পঞ্চায়েতি রাজে দেশের মধ্যে শীর্ষ স্থান করে নেয়। তাই সুব্রত মুখোপাধ্যায়ের প্রতি বরাবরই কৃতজ্ঞতা প্রকাশ করে থাকেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ বছর একডালিয়া এভারগ্রিনের পুজোর উদ্বোধনে এসে সেই সুব্রতর প্রতি মন ভারাক্রান্ত হয়ে ওঠে মুখ্যমন্ত্রীর। সোমবার সুব্রত স্মরণে তিনি বলেন, ‘সুব্রতদা যেখানেই থাকুক, আমাদের আওয়াজ ঠিক গিয়ে পৌঁছচ্ছে তাঁর কাছে। আপনি আবার আমাদের মধ্যে জন্মগ্রহণ করুন। আমাদের মধ্যে ফিরে আসুন।’ এরপরই পুজো মণ্ডপে থাকা প্রয়াত সুব্রতর মুখোপাধ্যায়ের স্ত্রী ছন্দবানী মুখোপাধ্যায়ের উপস্থিতিতে ভার্চুয়ালি উদ্বোধন করে মমতা বলেন, সুব্রতদাকে খুব মিস করি। এই হাসি মুখটা দেখি আর ভাবি কী করে সুব্রতদা এত তাড়াতাড়ি চলে গেল। তারপর বলেন, সুব্রতদার নামে শহরে কোনও এক রাস্তার নামকরণ করা হবে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct