আপনজন ডেস্ক: ভয়াবহ বিমান দুর্ঘটনায় নিহত রুশ ভাড়াটে সেনাবাহিনী ওয়াগনার প্রধান ইয়েভগিনি প্রিগোজিনকে নিয়ে দীর্ঘ ও আবেগঘন বার্তা দিয়েছেন চেচেন নেতা রমজান কাদিরভ।প্রিগোজিন ও কাদিরভ এক সময় প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের খুবই কাছের লোক ছিলেন। কিন্তু গত জুনে বিদ্রোহ করলে পুতিনের আস্থা হারান প্রিগোজিন। আর এর দুই মাস পর প্লেন দুর্ঘটনায় জীবনের সমাপ্তি ঘটেছে তার।প্রিগ্রোজিনকে বন্ধু হিসেবে আখ্যা দিয়ে ম্যাজেসিং অ্যাপ টেলিগ্রামে কাদিরভ শুক্রবার (২৫ আগস্ট) লিখেছেন, ‘আমরা দীর্ঘ সময় ধরে বন্ধু ছিলাম। আমরা প্রায়ই একসঙ্গে সবচেয়ে কঠিন ইস্যুগুলোর সমাধান করেছি।’তিনি আরো বলেছেন, ‘প্রতিক্রিয়াশীলতার দিক দিয়ে প্রিগোজিন অন্যদের চেয়ে আলাদা ছিলেন। তার বিশেষ যোগাযোগ দক্ষতা ও অধ্যাবসায় ছিল।’কাদিরভ টেলিগ্রামে আরও লিখেছেন, ‘তিনি সবসময় সাহায্যের জন্য প্রস্তুত ছিলেন এবং সত্যিকার অর্থে মনের অন্তর্স্থল থেকে সাহায্য করেছেন।’তবে কাদিরভ সঙ্গে এও জানিয়েছেন প্রিগোজিন ‘জাতীয় পর্যায়ে একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন।’কিন্তু পরবর্তীতে ‘দেশ কী হচ্ছিল সেটির পুরো চিত্রটি দেখতে পাননি বা দেখতে চাননি।’কাদিরভ আরো জানিয়েছেন, প্রিগোজিনের কিছু ব্যক্তিগত উচ্চাকাঙ্খা ছিল, যেগুলো থেকে তাকে আপাতত নিবৃত থাকতে বলেছিলেন তিনি।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct