আপনজন ডেস্ক: মূল্যবান সম্পদ কিংবা টাকা-পয়সা লুট করে নেওয়ার উদ্যেশ্য তালা ভেঙে ঘরে প্রবেশ করেছিল একদল চোর। ঘরে ঢুকে চুরি করার মতো কোনও সামগ্রি পায়নি তারা। সেটা দেখে ঘরের মালিকের অসহায়ত্বের কথা ভেবে চোরের দল উল্ট মালিকের জন্য রেখে গেল কিছু টাকা। ঘটনাটি ঘটেছে নিউ দিল্লির রোহিনীর সেক্টর ৮ এর একটি বাড়িতে। বাড়িতে চোরের হানার খবর পেয়ে উত্তর রোহিনী থানার পুলিশ ওই এলাকায় যায়। যিনি অভিযোগ করেছেন তার বয়স প্রায় ৮০। তিনি পুলিশকে জানান, গুরগাঁওতে তাদের ছেলে থাকে। সে কারণে স্ত্রীকে সাথে নিয়ে গত ১৯ জুন সকালে ছেলের কাছে গিয়েছিলেন। এরপর শুক্রবার সকালে প্রতিবেশীরা ফোন করে জানায় তাদের বাড়িতে দরজা ভাঙা হয়েছে। এরপরই তারা বাড়ি ফিরে যান। দেখেন তাদের বাড়ির দরজার তালা ভাঙা হয়েছে। কিন্তু বাড়ির ভেতর গিয়ে তারা দেখেন কোনও কিছুই নিয়ে যায়নি চোরের দল। কারণ তাদের বাড়িতে মূল্যবান কিছুই নেই। এমনকি আলমারিরও কোনও জিনিস খোয়া যায়নি। তবে তারা দেখেন চোরের দল ৫০০ টাকা রেখে গিয়েছে। এটা দেখে তো হতবাক তারা। এতটা মানবিক হবে চোর এটা অবশ্য আশা করতে পারেননি কেউই। মূলত চুরির জন্যই এসেছিল চোরের দল। কষ্ট করে দরজার তালাও ভেঙে ফেলে তারা। এরপর ঘরেও ঢুকেছিল। কিন্তু ওই বাড়িতে কার্যত চুরি করার মত কিছুই ছিল না। এর জেরেই হয়তো রেগে গিয়েছিল চোরের দল। হয়তো বাড়ির কর্তার প্রতি বিরক্ত হয়ে বাড়ির মালিকের জন্য কিছু টাকা রেখে গিয়েছে চোরেরা।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct