দেবাশীষ পাল , মালদা, আপনজন: আবারো মালদহে বর্ধমানের সাইবার থানার পুলিশ। আরারো সাইবার থানার হানা ট্যাব কেলেঙ্কারিতে পূর্ব বর্ধমান জেলা পুলিশ মালদাহের বৈষ্ণবনগর থানার এলাকায় । ইতিমধ্যেই প্রায় ১২ ঘন্টা জিজ্ঞাসাবাদের পর হাসেন শেখের পর আবার বৈষ্ণব নগরের চারজনকে গ্রেপ্তার করে ।পুলিশ সুত্রে জানা গিয়েছে ধৃতরা হলেন রকি শেখ, পিন্টু শেখ, শ্রবন সরকার ও জামাল শেখ । রকি এবং পিন্টু বৈষ্ণবনগর থানা চকসেহেরদী গ্রামের বাসিন্দা ও শ্রবণ সরকার এবং জামাল শেখ কৃষ্ণপুর এলাকার বাসিন্দা। ধৃতদের প্রত্যেকেরই সাইবার ক্যাফে রয়েছে। মঙ্গলবার রাত্রে শ্রবণ জামাল এবং পিন্টুর বাড়িতে হানা দিয়ে পুলিস তাদের আটক করে এবং জিজ্ঞাসাবাদ করার জন্য বৈষ্ণবনগর থানায় নিয়ে আসে। রাতভর জিজ্ঞাসাবাদ এর পর তাদের গ্রেপ্তার করে বর্ধমান সাইবার থানার পুলিশ রাতেই তাদের বর্ধমানের উদ্দেশ্যে বেরিয়ে পড়েন। বর্ধমান জেলা পুলিশ ইতিমধ্যেই রকি এবং ধৃত অন্যান্যদের বাড়ি থেকে প্রায় ১৫টি পেনড্রাইভ, ল্যাপটপ, কম্পিউটারের হার্ড ড্রাইভ, ডায়েরী, ব্যাংকের নথি বাজেয়াপ্ত করেছে । পুলিস সূত্রে খবর, আরো অনেকে ট্যাব কেলেঙ্কারির এই চক্রের সঙ্গে যুক্ত রয়েছে। রকিকে পুলিস প্রায় বারো ঘন্টা জিজ্ঞাসাবাদের পর গ্রেপ্তার করে। ইতিমধ্যেই বৈষ্ণবনগর থানা এলাকায় মোট পাঁচজনকে গ্রেফতার করলো।ইতিমধ্যে আরো কেউ এই ঘটনার সাথে জড়িত রয়েছে কিনা তা তদন্ত শুরু হয়েছে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct