মনিরুজ্জামান, ব্যারাকপুর, আপনজন: শনিবার উত্তর ২৪ পরগনার ব্যারাকপুর মহকুমায় একাধিক সামাজিক অনুষ্ঠানের উদ্বোধন হয়। নৈহাটি উৎসবের সূচনা, পানিহাটি মেলার অনুষ্ঠান ও কামারহাটি পৌরসভার মেলায় উপস্থিত হয়ে নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, মেলার মধ্যে দিয়ে সম্প্রীতির মেলবন্ধন স্থাপিত হয়। বিজেপি যতই বিভাজনের রাজনীতি করুক বাংলার মানুষ মমতার সঙ্গেই আছেন, আগামীদিনেও থাকবেন। এদিন জেলার বিভিন্ন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধানসভায় সরকার পক্ষের মুখ্য সচেতক নির্মল ঘোষ, উপ মুখ্য সচেতক তাপস রায়, বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, সেচমন্ত্রী পার্থ ভৌমিক, খাদ্যমন্ত্রী রথীন ঘোষ, শ্রমমন্ত্রী মলয় ঘটক, পরিবহনমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী, সাংসদ শত্রুঘ্ন সিনহা, সাংসদ অর্জুন সিং,পুলিশ কমিশনার অলোক রাজোরিয়া, পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ডের পক্ষে ত্রিদিবকুমার চট্টোপাধ্যায় , সুধাংশুশেখর দে, বিধায়ক সুবোধ অধিকারী, বিধায়ক সোমনাথ শ্যাম,তাপস চট্টোপাধ্যায়,বিধায়ক মদন মিত্র, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ একেএম ফারহাদ, উত্তম দাস, তৃণাঙ্কুর ভট্টাচার্য, শাহনওয়াজ আলী মন্ডল।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct