আপনজন ডেস্ক: কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রক জানিয়েছে, ভারতীয় ক্রিকেট দলের বোলার মুহাম্মদ শামি সহ ২৬ জন খেলোয়াড়কে এ বছরঅর্জুন পুরস্কার দেওয়া হবে। এছাড়া ব্যাডমিন্টন তারকা জুটি চিরাগ শেঠি এবং সাতক সাইরাজ রঙ্কিরেড্ডি মেজর ধ্যানচাঁদ খেল রত্ন পুরস্কারেও সম্মানিত হবেন। এই সমস্ত পুরস্কার তাদের খেলাধুলায় তাদের বিশেষ পারদর্শিতার জন্য দেওয়া হবে। সমস্ত পুরস্কারপ্রাপ্তরা আগামী ৯ জানুয়ারি রাষ্ট্রপতি ভবনে ভারতের রাষ্ট্রপতির কাছ থেকে তাদের পুরস্কার গ্রহণ করবেন।মাত্র সাত ম্যাচে ২৪ উইকেট নিয়ে বিশ্বকাপে সর্বোচ্চ উইকেট শিকারি ছিলেন মুহাম্মদ শামি। প্রথম চারটি ম্যাচের বাইরে বসার পর, মহম্মদ শামি যখন সুযোগ পেয়েছিলেন তখন দুর্দান্ত ছিলেন এবং বাকি সাত ম্যাচে মাত্র ৫.২৬ গড়ে ২৪ উইকেট নিয়েছিলেন। একদিনের বিশ্বকাপের ইতিহাসে ভারতের অন্যতম সফল বোলারও মুহাম্মদ শামি। উল্লেখ্য, এই জাতীয় ক্রীড়া পুরস্কার পাঁচটি ভিন্ন বিভাগে বিভক্ত। মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার এবং ক্রীড়ার জন্য অর্জুন পুরস্কার, কোচের জন্য দ্রোণাচার্য পুরস্কার, খেলোয়াড়ের জন্য ধ্যানচাঁদ আজীবন সম্মাননা পুরস্কার এবং বিশ্ববিদ্যালয়ের জন্য মৌলানা আবুল কালাম আজাদ ট্রফি।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct