সজিবুল ইসলাম, ডোমকল, আপনজন: মর্মান্তিক পথ দুর্ঘটনায় গুরুতর আহত হলেন শহিদুল মন্ডল। বাড়ি ডোমকলের নরোজপুর এলাকায়। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলার ডোমকলের কাটাকোপরা এলাকায়, স্থানীয় সূত্রে জানা যায় সহিদুল মন্ডল সবজির হাটে বেগুন নিয়ে নরোজপুর থেকে কাটাকোপরা যাচ্ছিলেন। সেই সময় একটি ট্রাক্টর সাইকেলের পাশপাশি ইলেকট্রিক পোলে ধাক্কা মারে। ঘটনায় গুরুতর আহত হয় সহিদুল মন্ডল। তাকে স্থানীয়রা তড়িঘড়ি উদ্ধার করে ডোমকল মহকুমা হাসপাতালে নিয়ে আসলে আহত ব্যক্তির শারীরিক অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক আহত ব্যক্তিকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ডোমকলের কাটাকোপরা এলাকায়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছিয়েছে।