নিজস্ব প্রতিবেদক, বাঁকুড়া, আপনজন: দেবোত্তর জমি চুরির অভিযোগ ওঠায় জমি ফিরে পেতে আদালতের দ্বারস্থ হলেন মন্দিরের সেবাইতরা। দেবোত্তর সম্পত্তি কিভাবে নিজের নামে রেকর্ড করলেন এক শ্রেনীর জমি মাফিয়া তা নিয়ে শোরগোল মল্লগড়ে। একটু আধটু নয় ৮৭ শতক ঠাকুরের নামে জমি চুরির অভিযোগ উঠল এক জমি মাফিয়ার বিরুদ্ধে। জাল নথি বানিয়ে দেবত্তর এই বিপুল সম্মত্তি নিজের নামে রেকর্ড করেছেন বিষ্ণুপুরের এক জমি মাফিয়া এমনই অভিযোগ সামনে এল। দেবত্তর সম্পত্তি কিভাবে নিজের নামে রেকর্ড করলেন ওই জমি মাফিয়া তা নিয়ে সংশ্লিষ্ট দফতরের যোগসাজস রয়েছে বলে মনে করছেন অভিযোগকারী সেবাইতরা। এক শ্রেনীর জমি মাফিয়া ও এক শ্রেনীর আধিকারিকদের মদতে এইভাবেই জমি কারবারের চক্র কাজ করছে বলে মনে করা হচ্ছে। গনেশ ঠাকুরের পক্ষে থাকা এই বিপুল সম্পত্তি ফিরে পেতে বিষ্ণুপুর মহকুমা আদালতের দ্বারস্থ হয়েছেন সেবাইতরা। অভিযুক্তের কোন প্রতিক্রিয়া মেলেনি তার পরিবার এই বিষয়ে কিছুই জানেন না বলে জানিয়েছেন।
জাল নথি ও দলিল বানিয়ে দেবত্তর সম্পত্তি হাতিয়ে নেওয়ার অভিযোগ সামনে এল বিষ্ণুপুরে। এক জমি মাফিয়ার বিরুদ্ধে এমন অভিযোগ সামনে এসেছে। হাতিয়ে নেওয়া দেবত্তর সম্পত্তি জমি মাফিয়ার হাত থেকে ফিরে পেতে এবার বিষ্ণুপুর মহকুমা আদালতে দ্বারস্থ হয়েছেন সেবাইতরা। অভিযোগকারীর দাবি, বিষ্ণুপুর থানার ময়রাপুকুর মৌজায় জে এল নং ১০৫, খতিয়ান নং ৭৪ শ্রী শ্রী গনেশ ঠাকুর জিউ পক্ষে সেবাইত গন হিসেবে রেকর্ড থাকা তিনটি দাগের ৮৭ শতক সম্পত্তি বিষ্ণুপুরের রাহুল নন্দী নামে এক জমি মাফিয়া নিজের নামে রেকর্ড করে নিয়েছেন বলে অভিযোগ। বিষয়টি নজরে আসতেই চক্ষু চড়ক গাছ সেবাইতদের। দেবোত্তর সম্পত্তি কিভাবে ওই জমি মাফিয়ার নামে রেকর্ড হয়ে গেল তা ভেবে পাচ্ছেন না অভিযোগকারীরা। দেবোত্তর এই সম্পত্তি হাতিয়ে নেওয়ার পিছনে সংশ্লিষ্ট দফতরের একশ্রেনীর আধিকারিকদের যোগ রয়েছে বলেই মত অভিযোগকারীদের। দেবোত্তর নামে থাকা এই বিপুল সম্পত্তি জমি মাফিয়ার হাত থেকে ফিরে পেতে বিষ্ণুপুর মহকুমা আদালতে দ্বারস্থ হলেন সেবাইতরা। বৃহঃস্পতিবার আইনজীবির মাধ্যমে বিষ্ণুপুর মহকুমা আদালতে জমি মাফিয়ার বিরুদ্ধে আইনী ব্যবস্থা ও দেবত্তর জমি ফিরে পাওয়ার আবেদন করলেন সেবাইতরা। এই বিষয়ে অভিযুক্তের প্রতিক্রিয়া না পাওয়া গেলেও তার পরিবারের দাবি এই বিষয়ে তিনি কিছুই জানেন না বলে জানিয়েছেন। দেবোত্তর সম্পত্তি কিভাবে রেকর্ড হয়ে যাচ্ছে জমি মাফিয়ার নামে তাহলে কি এই জমি মাফিয়া বা জমি কারবারীদের সাথে প্রশাসনিক আধিকারিক বা শাসক দলের মদত রয়েছে এই প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে মল্লগড়ের মাটিতে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct