সাবধানী কবি
সৌমেন্দু লাহিড়ী
আমি খুব সাবধানী কবি,
অন্যায় অবিচার দেখেও দেখিনা,
বিরুদ্ধাচরণ কখনই করি না,
সরকারী স্বীকৃতি যদি পাছে না পাই
মাটি হবে মোর শ্রম সবই,
আমি খুব সাবধানী কবি।
বিবেক নামক বস্তুকে
গলা টিপে দিয়েছি মেরে
লোভে হয়ে আছি মাতোয়ারা
প্রবল প্রলোভনে পরে।
‘সাহিত্য একাডেমি’
কিম্বা যদি পাই ‘জ্ঞানপীঠ’,
তুমি বলো এইসব প্রাইজ যদি পাই,
তখন কে বা মোর পাবে পীঠ।
‘পদ্ম প্রাইজ’ যদি
এই পোড়া কপালে জোটে,
সরকারী ছাপ নিয়ে
রইব আমি ঠাটে বাটে।
উত্তর পুরুষেরা
মোর নাম ভাঙিয়ে খাবে,
ভাবিকালে স্বজনেরা
সমাজে সম্মান পাবে।
তখন আমি রব না এ বসুধায়,
হয়ে যাব তখন আমি ছবি।
আমি খুব সাবধানী কবি।।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct