আপনজন ডেস্ক: রাশিয়া বিরোধী মনোভাবের অভিযোগে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের মুখপাত্র ম্যাথিউ মিলারসহ ২২৭ জন মার্কিন নাগরিকের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে মস্কো। এর ফলে এখন থেকে এসব মার্কিন কর্মকর্তা ও নাগরিক রাশিয়ায় প্রবেশ করতে পারবেন না। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় গত ১৪ মার্চ এক বিবৃতিতে জানায়, এই ২২৭ আমেরিকান নাগরিক বর্তমান মার্কিন প্রশাসনের রুশবিরোধী মনোভাবের রূপরেখা, তা বাস্তবায়ন, পক্ষাম্বলন এবং সরাসরি রাশিয়াবিরোধী পদক্ষেপের সঙ্গে জড়িত। তাই এদের ওপর এই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এবারের নিষেধাজ্ঞায় রাশিয়াকে নিয়মিত আক্রমণ এবং এর পররাষ্ট্র ও অভ্যন্তরীণ নীতি সম্পর্কে বানোয়াট ও সরাসরি অপবাদ রটানোর সঙ্গে জড়িত এমন মার্কিন কর্মকর্তা, ব্যবসায়ী সম্প্রদায়, গণমাধ্যম, শিক্ষাবিদদের নিশানা করা হয়েছে। নিষেধাজ্ঞার আওতায় পড়া ব্যক্তিদের একটি তালিকা প্রকাশ করেছে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়। তাদের মধ্যে রয়েছেন মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র ম্যাথিউ মিলার, রাশিয়ায় মার্কিন সাবেক রাষ্ট্রদূত জন সুলিভান, যুক্তরাষ্ট্রের সাবেক উপপররাষ্ট্রমন্ত্রী ওয়েন্ডি শেরম্যান, এফবিআইয়ের বিশেষ এজেন্ট নিল সোমারস এবং অ্যারন স্টেকেটি, মার্কিন সেনাবাহিনীর ডেপুটি কমান্ডার অ্যান্ড্রু রোহলিং, নিউক্লিয়ার এনার্জির সহকারী সেক্রেটারি ক্যাথরিন হাফ, প্রিন্সিপাল ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জুলি সেরকেরা।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct