আপনজন ডেস্ক: মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে সোনিয়া গান্ধি যতই বিরোধিতা করুন না কেন ইঞ্জিনিয়ারিংয়ের প্রবেশিকা জেইই মেইন ও ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা নিট নির্ধারিত দিনেই হবে। ফের ইঙ্গিত দিল এই পরীক্ষার আয়োজক কেন্দ্রীয় সংস্থা ন্যাশনাল টেস্টিং এজেন্সি। জেইই পরীক্ষা হবে ১ থেকে ৬ সেপ্টেম্বরের মধ্যে। আর নিট হবে ১৩ সেপ্টেম্বর।
উল্লেখ্য, করোনা সংক্রমণ দেশে এখনও বিপদের কারণ হয়ে থাকায় কিছু অভিভাবক সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন। করোনা সংক্রমণের কারণে এ বছরের ইঞ্জিনিয়ারিংয়ের প্রবেশিকা পরীক্ষা জেইই মেইন ও ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা নিট বাতিলের দাবি জানিয়ে আর্জি জানানো হয়েছিল সুপ্রিম কোর্টে। সেই আর্জি খারিজ করে দিয়ে সুপ্রিম কোর্ট জানায়, এ বছর জেইই ও নিট পরীক্ষা বাতিল করা হবে বা। পরীক্ষার আয়োজক কেন্দ্রীয় সংস্থা এনটিএ যে দিন ধার্য করেছে সেই দিনেই হবে।
এরপর সর্বভারতীয় ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা ‘নিট’ ও ইঞ্জিনিয়ারিংয়ের প্রবেশিকা পরীক্ষা জেইই মেইন পিছনোর দাবিতে সরব হন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ট্যুইটারে মমতা বলেন, এখন কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকে নির্দেশ মতো সেপ্টেম্বরে হবে নিট, জেইই ২০২০ পরীক্ষা। আমি আবার কেন্দ্রের কাছে আর্জি জানাচ্ছি ঝুঁকির ব্যাপারটি খতিয়ে দেখার জন্য এবং পরিস্থিতির ভিত্তিতে এই পরীক্ষাগুলি পুনরায় স্থগিত করার জন্য। সকল ছাত্রছাত্রীদের প্রতি এটা আমাদের কর্তব্য যে তাদের সুরক্ষার পরিবেশ সুনিশ্চিত করা।
মমতার এই প্রতিবাদে সাড়া দিয়ে যা কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধি মমতাকে নিয়ে জেইই মেইন ও নিট স্থগিতের দাবিতে এক ভার্চুয়াল মিটিংয়ের ডাক দিয়েছেন। সেই সময় আয়োজক সংস্থা এক নোটিফিকাশনে পরীক্ষা যে নির্ধারিত সময়ে হচ্ছে তার ইঙ্গিত দিল।
মঙ্গলবার এনটিএ জানিয়েছে, তারা জেইই মেইন ও নিট পরীক্ষা নেওয়ার জন্য পরীক্ষা কেন্দ্রে সংখ্যা বাড়িয়েছে। দিন কয়েক এফএ জানিয়েছিল, পরীক্ষার্থীদের প্রথম পছন্দের পরীক্ষা কেন্দ্রের শহরের নাম। এবার জানাল পরীক্ষা কেন্দ্র বাড়ানোর কথা।
ন্যাশনাল টেস্টিং এজেন্সি জানিয়েছে, জেইই মেইন এর পরীক্ষা কেন্দ্রের সংখ্যা ৫৭০ থেকে বেরিয়ে ৬৬০টি করা হয়েছে। আর নিট এর পরীক্ষা কেন্দ্রের সংখ্যা ২,৫৪৬ থেকে বাড়িয়ে ৩,৮৪৩টি করা হয়েছে।
উল্লেখ্য, জেইই মেইন পরীক্ষা হবে কম্পিউটার ভিত্তিক আর নিট হবে পেপার ভিত্তিক।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct