আপনজন ডেস্ক: মঙ্গলবার কলকাতা পুরসভায় করোনা প্রতিরোধে কলকাতা পুরসভার স্বাস্থ্য বিভাগের সমস্ত আধিকারিকদের নিয়ে জরুরি ভিত্তিতে বৈঠক করেন ডেপুটি মেয়র অতীন ঘোষ। তিনি জানান, কোভিড-১৯ কে নিয়ে বোরো ভিত্তিক আলোচনা করেছি। সেই সঙ্গে বলেন, দেশের বাইরে দক্ষিণ পূর্ব দেশগুলিতে নতুন করে করোনা দেখা গিয়েছে। ভারতবর্ষে অনেক জায়গায় করোনা দেখা গেছে। পশ্চিমবঙ্গতে ১৪ জন এবং তার মধ্যে কলকাতায় ৪ জন আক্রান্ত হয়েছেন। কোভিডের প্রকোপ সেই ভাবে দেখা যায়নি। তবে যারা অসুস্থ হয়েছেন, তাদের ফুসফুসে শ্বাসের সমস্যা সহ নানা সমস্যা আছে। তবে এইবারে কোভিড সংক্রমণ ব্যাপক প্রসার না ঘটালেও আমরা সতর্ক আছি। সরকারি এবং বেসরকারি ভাবে কোভিডের তথ্য সংগ্রহ করা হচ্ছে বাড়ি বাড়ি গিয়ে। দুটো ক্ষেত্রে আমাদের নজরদারি চলছে। যাদের নিশ্বাস নিতে সমস্যা হচ্ছে তাদের কে যত্ন করতে বলা হচ্ছে। স্বাস্থ্য দফতরের একটি বৈঠক আছে। সেখানে থেকে যা নির্দেশিকা আসবে আমরা সেটা পালন করব। অতীন ঘোষ আর্জি জানান, সোশ্যাল ডিস্ট্যান্স এবং মাস্ক পরার পরামর্শ দেওয়া হচ্ছে। মাস্ক পড়ুন এবং ব্যবহার করুন বলে সাধারণ মানুষকে আহ্বান জানান ডেপুটি মেয়র ও মেয়র পরিষদ সদস্য অতীন ঘোষ। তিনি আরো বলেন, আমরা তথ্য সংগ্রহ করার কাজ শুরু করেছি। যারা স্বাস্থ্য কর্মী আছেন তাঁরা খোঁজ খবর নেবেন। যাতে নজরদারি চালানোর যায়। কোভিড পরীক্ষার জন্য নমুনা স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনে পাঠিয়ে দেওয়া হচ্ছে। বাচ্চাদের আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি। এদের ক্ষতি কম হলে ও তাদের মধ্যে ছড়ানোর ক্ষমতা বেশি। জল দিয়ে হাতে ধোয়া এবং স্যানিটাইজিং ও মাস্ক পরার পরামর্শ দেওয়া হচ্ছে তাই। এছাড়া সামাজিক দুরত্ব বজায় রাখার আহ্বান জানান অতীন ঘোষের।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct