দেবাশীষ পাল, মালদা, আপনজন: রাজ্যের পাশাপাশি এবার মালদহে এক শিশুর শরীরে মিলল করোনা সংক্রমনের হদিস।যদিও মালদা জেলা স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে জানানো হয় আতঙ্কিত হওয়ার কিছু নেই। মালদহে ফের চোখ রাঙ্গাচ্ছে করোনা। মালদহে দুই বছরের এক শিশুর শরীরে মিলল করোনা ভাইরাস। মালদার ইংলিশ বাজার থানা এলাকার বাসিন্দা দুই বছরের ওই শিশু গত শনিবার জ্বর, সর্দি কাশি এবং পিঠে চট পেয়ে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়। সেদিন রাতেই ওই শিশুর নালা সংগ্রহ করে একাধিক পরীক্ষা করা হয়। আর তাতেই করোনা পজেটিভ আসে ওই শিশুর।
এরপর ওই শিশুকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পিকু ওয়ার্ডের ভর্তি করা হয়। তবে বর্তমানে ওই শিশু আগের তুলনায় অনেকটাই ভালো রয়েছে। মালদা মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ পার্থপ্রতিম মুখোপাধ্যায় জানান, এখনই করোনা নিয়ে কেন্দ্র বা রাজ্যের পক্ষ থেকে কোন নির্দেশিকা আসেনি তবে প্রতি মুহূর্তে আমরা রাজ্যের সাথে যোগাযোগ রাখছি।
তবে এখনই করোনা নিয়ে আতঙ্কিত হবার কোন কারণ নেই।উল্লেখ্য এই মুহূর্তে গোটা দেশে চলতি মাসের ২৬ তারিখ পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা হাজার ১০১০ জন। আমাদের রাজ্যে সেই সংখ্যা প্রায় ১২ জন। এরই মধ্যে নতুন করে মালদায় করোনার সন্ধান মেলায় কিছুটা হলেও আতঙ্কিত সাধারণ মানুষ।এবিষয়ে এক মালদার বাসিন্দা বিপ্লব কুমার দাস বলেন,আমরা আতঙ্কিত হয়েছি,আবার রাজ্য জুরে করোনার চোখ রাঙ্গাছে এই পরিস্থিতিতে প্রশাসনের তরফ থেকে তথা স্বাস্থ্য দপ্তরের তরফ অগ্রিম ব্যবস্থা নেওয়া দরকার।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct