আপনজন: সোজা হয়ে দাঁড়াতে পারেন না। অপরের সাহায্য নিয়ে চলাফেরা করেন। ৬৪ বছরের মানোয়ারা বেগম,। দুই চোখে অন্ধ কানেও শুনতে পান না মুখেও বলতে পারেন না। প্রতিবন্ধী বৃদ্ধা সংসার বলতে কিছুই নেই। প্রতিবেশীদের সাহায্য তে দু’মুঠো খেয়ে কোনরকমে বেঁচে আছেন ওই বৃদ্ধা । তবু তাঁর জোটেনি সরকারি ভাতা। প্রতিবেশীদের দূয়ারে রাত কাটান। মুর্শিদাবাদ জেলার, বড়ঞা ব্লকের, খোররজুনা গ্রাম পঞ্চায়েতের ফরিদপুর গ্রামের । মানোয়ারা বেগম ৬৪বছরের এই প্রতিবন্ধী মহিলারও জোটেনি বাড়ি।প্রতিবন্ধী মানোয়ারা বেগম এখনও বিভিন্ন সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত রয়েছেন বলে অভিযোগ গ্রামবাসীরা। প্রতিবন্ধী ওই বৃদ্ধার কেউ নেই, ক্ষোভ ক্রমশ বাড়ছে গ্রামবাসীদের মধ্যে সরকারি সুবিধা না পাওয়ার যন্ত্রণা নিয়েই দিন কাটাচ্ছেন ও ৬৪ বছরের বৃদ্ধা। গ্রামবাসী কামারুল শেখ বলেন, প্রশাসন কে জানিও কোন লাভ হয়নি। ৬৪বছরের বৃদ্ধা আধার কার্ড হয়নি। তার জন্যই সরকারি সমস্ত সুবিধা থেকে তিনি বঞ্চিত। অপর গ্রামবাসী বেনু শেখ বলেন প্রতিবন্ধী হলেই সরকারি সুযোগ-সুবিধা পাওয়া যায়। সরকারি ভাবে এই রাজ্যের প্রতিবন্ধী মানুষদের মাসিক ৪০০ টাকা ভাতা দেওয়া হয়। কিন্তু এই বৃদ্ধা কিছুই পায় না।
পাশাপাশি দারিদ্র্য সীমার নীচে বসবাসকারী প্রতিবন্ধী মানুষদের অধিকাংশেরই নাম বিপিএল তালিকায় না থাকার অভিযোগও উঠেছে। প্রতিবন্ধী মানুষদের জন্য রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প সেখানেও বঞ্চিত অভিযোগ তুলেছে গ্রামবাসীরা। পিংকি বিবি বলেন মেম্বার প্রধানদের বিষয়টা বারবার আমরা জানিয়েছি কিন্তু তিনারা কোনই কর্ণপাত করেননি। তাই আপনাদের মাধ্যমে ব্লক প্রশাসনকে অনুরোধ করব যাহাতে ওই বৃদ্ধা প্রতিবন্ধী মহিলা সরকারি সুযোগ-সুবিধা পায়। এ বিষয়ে ফরিদপুর গ্রাম পঞ্চায়েতের সদস্য কিবরিয়া, সেখ। বলেন বিষয়টা আমার জানা নেই খোঁজ নিয়ে দেখবো।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct