নিজস্ব প্রতিবেদক , নদিয়া, আপনজন: সহজপাঠ বইয়ে বাংলা ভাষার বদলে কামতাপুরি ভাষার বই, প্রতিবাদে স্কুলের গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ অভিভাবকদের। ঘটনাটি ঘটেছে চাপড়া থানার ফুলবাড়ী পার্ট বেসিক স্কুলের ঘটনা।
অভিযোগ, সহজপাঠ শিশুর প্রথম শিক্ষার মূল অঙ্গ সেই সহজ পাঠে বাংলার বদলে ছাত্র-ছাত্রীদের দেওয়া হয়েছে কামতাপুরী ভাষার বই। স্কুল শুরু হয়েছে প্রায় দু মাস আগে, তখনই এই বই দেওয়া হয়েছে এরপর থেকেই অভিভাবকরা বারবার অভিযোগ জানালেও কোনো রকম ব্যবস্থা গ্রহণ করেনি স্কুল কর্তৃপক্ষ। প্রতিবাদে সোমবার স্কুলের গেটে থালা ঝুলিয়ে বিক্ষোভ দেখায় অভিভাবকরা। তাদের দাবি অবিলম্বে এই স্কুলের পাঠ্যবই সহজ পাঠ বাংলা ভাষায় দিতে হবে। দুমাস ভুল বই দেওয়াই পড়াশোনা করতে পারছে না ছাত্রছাত্রীরা। এই স্কুলে মোট ছাত্র-ছাত্রীর সংখ্যা ১০৮ জন তার মধ্যে ২৩ প্রথম শ্রেণীর তাদেরকে এই বই দেওয়া হয়েছে বলে অভিযোগ। বই না পেয়ে পড়াশোনা করতে পারছে না তারা। দ্রুততার সঙ্গে বই পরিবর্তন না করলে পঠন-পঠন শুরু করতে দেবে না এমনটাই দাবী অভিভাবকদের।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct