নিজস্ব প্রতিবেদক , হুগলি, আপনজন: প্রগ্রেসিভ এমপ্লয়িজ এসোসিয়েশন ফর কমিউনিটি এম্পাওয়ারমেন্ট (PEACE) এর ১২ তম জেলা সম্মেলন অনুষ্ঠিত হল হুগলি জেলার রাসমণি ঘাট এলাকার প্রভুকুঞ্জ ম্যারেজ হলে। বেলা ১০টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত রাজ্যের জ্বলন্ত ইসুগুলিকে সামনে রেখে ম্যারাথন আলোচনা সভা চলে। উপস্থিত ছিলেন পিস সংগঠনের সভাপতি ডঃ আব্দুল হাদি, সেক্রেটারি ওমর ফারুক , সহ-সম্পাদক ড. সাজ্জাদ হোসেন, কোষাধ্যক্ষ তৌহিদ আহমেদ খান, ইসি সদস্য আসানুর মল্লিক, আলিয়া বিশ্ববিদ্যালয় প্রাক্তন রেজিস্টারার ড. আব্দুস সালাম , পান্ডুয়া কলেজের অধ্যাপক ড: আবুল কালাম, রাজ্যবিদ্যুৎ দপ্তরের ডিভিশনাল ইঞ্জিনিয়ার জিয়াউর রহমান এবং মুদ্দাসির মোল্লা, ডব্লিউবিসিএস অফিসার কাদির আনসারী , সর্বশিক্ষা মিশনের পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর তথা পিসের পূর্ব বর্ধমান জেলা কমিটির সভাপতি তাহের আলী সেখ, সেক্রেটারি জাকির হোসেন এবং দূর-দূরান্ত থেকে আগত বিভিন্ন ডিপার্টমেন্টে কর্মরত সরকারি আধিকারিকগণ।
পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের আরম্ভ করেন শিক্ষক মাওলানা ওসমান গনি। স্বাগত ভাষণের মাধ্যমে সভাপতি আব্দুল হাদী সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য আহব্বান জানান। সংগঠনের সম্পাদক ওমর ফারুক পিস সংগঠনের গুরুত্ব এবং বর্তমান জলন্ত সমস্যা নিয়ে গভীর আলোচনা করেন। এই সভার আয়োজন করেছিলেন মুদ্দাসির মোল্লা ও মোঃ আব্দুল জামির, সেখ জালাল উদ্দিন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন তৌহিদ আহমেদ খান । সাংগঠনিক আলোচনা সমাপ্ত করে ২৮ জন সদস্য হুগলি জেলা কমিটিতে স্থান পেয়েছেন। জেলা সভাপতি নির্বাচিত হয়েছেন মোহাম্মদ আব্দুল জামির এবং সম্পাদক নির্বাচিত হয়েছেন মুদাস্সির মোল্লা ।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct