রাকিবুল ইসলাম, হরিহরপাড়া, আপনজন: বছরের প্রথম দিনেই বাম কংগ্রেস জোটের পঞ্চায়েত হাতছাড়া হল। পঞ্চায়েত প্রধান, উপপ্রধান সহ আরো ৫ জন পঞ্চায়েত সদস্য এবং পঞ্চায়েত সমিতির একজন সদস্য সহ শতাধিক কর্মী কংগ্রেস ও সিপিএম ছেড়ে বিধায়ক নিয়ামত শেখের হাত ধরে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন। মুর্শিদাবাদের হরিহরপাড়া বিধানসভার ১২ টি গ্রাম পঞ্চায়েত নিয়ে একটি বিধানসভা তারমধ্যে দশটি পঞ্চায়েত হরিহরপাড়া ব্লকের মধ্যে আর দুটি গ্রাম পঞ্চায়েত বহরমপুর ব্লকের মধ্যে রয়েছে। ২০২৩ সালের গ্রাম পঞ্চায়েত নির্বাচনে হরিহরপাড়া ব্লকের ১০ টি গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতি তৃণমূলের দখলে আসে। যদিও বহরমপুর ব্লকের মদনপুর গ্রাম পঞ্চায়েত ও ছয়ঘরি গ্রাম পঞ্চায়েত তৃণমূল কংগ্রেসের হাতছাড়া হয় এবং বাম কংগ্রেস জোটের দখলে থাকে। হরিহরপাড়ার বিধায়ক নিয়ামত শেখের উদ্যোগে এবং তার পরামর্শে বুধবার বছরের প্রথম দিনে তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবসের দিনে বহরমপুর ব্লকের ছয়ঘরি গ্রাম পঞ্চায়েতের প্রধান ও উপপ্রধান সহ আরো পাঁচ জন গ্রাম পঞ্চায়েত সদস্য ও আরো একজন পঞ্চায়েত সমিতির সদস্য সিপিআইএম কংগ্রেস ছেড়ে বিধায়ক নিয়ামত শেখের হাত ধরে তৃণমূল কংগ্রেসের যোগ দিলেন।। জানাযায় ওই ছয়ঘরি গ্রাম পঞ্চায়েত এর মোট পঞ্চায়েত সদস্য ২৪টি তার মধ্যে আটটি আসনে জয় লাভ করেন তৃণমূল কংগ্রেস। ১৬ টি আসনে জয় লাভ করেন বাম কংগ্রেস, বাম কংগ্রেস জোট সমর্থকের দখলে থাকে পঞ্চায়েত। ১৬ জন সদস্যের মধ্যে আজ হরিহরপাড়ার বিধায়ক নিয়ামত শেখের হাত ধরে কংগ্রেসের প্রতীকে জেতা ছয়ঘরি গ্রাম পঞ্চায়েত এর প্রধান আব্দুস সামাদ ও সিপিআইএমের প্রতীকে জেতা উপ-প্রধান রুহুল শেখ সহ মোট সাতজন পঞ্চায়েত সদস্য ও আরো একজন পঞ্চায়েত সমিতির সদস্য যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে দখলে এল তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত, আর হাতছাড়া হলো বাম কংগ্রেসের। আগামী দিনে মদনপুর গ্রাম পঞ্চায়েত তৃণমূলের দখলে চলে আসবে বলে জানান তৃণমূল নেতৃত্বরা। সদ্য তৃণমূল কংগ্রেসে যোগদানকারী প্রধান আব্দুস সামাদ বলেন কংগ্রেসে থেকে এলাকার উন্নয়নমূলক কোনো কাজ করতে পারছিলাম না তাই রাজ্য সরকারের উন্নয়নের সামিল হওয়ার উদ্দেশ্যে এবং এলাকার উন্নয়ন করার জন্য হরিহরপাড়ার বিধায়ক নিয়ামত শেখের উন্নয়ন দেখে তার হাত ধরে তৃণমূল কংগ্রেসের যোগ দিলাম বলে জানান।
এদিন উপস্থিত ছিলেন হরিহরপাড়া বিধানসভার বিধায়ক নিয়ামত শেখ, মুর্শিদাবাদ লোকসভার সাংসদ আবু তাহের খান, মুর্শিদাবাদ জেলা পরিষদের সদস্য জিল্লার রহমান,
বহরমপুর পঞ্চায়েত সমিতির সভাপতি আইজুদ্দিন মন্ডল, গুরুদাসপুর অঞ্চল তৃণমূল সভাপতি বুলবুল শেখ সহ স্থানীয় অঞ্চল তৃণমূল নেতৃত্বরা।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct