প্রবীণরাও কিন্তু থাকবে ভালো
আনিসুর রহমান
কে বলে সব হারিয়ে গেছে?
আছে সবকিছু আগের মতন
সব কথা হয়তো মনে আসে না
আসবে ভাবনা র একটু নিলে যতন।
এখনও সাতসকালে সবার আগে
আগের মতো বিছানা ছেড়ে উঠে পড়া
ঘুম টুম টা একটু হোক না কম
তবুও প্রাতঃভ্রমন টাতো নজরকাড়া।
হাঁটলে জোরে একটু হাঁপিয়ে ওঠে
তা ও কিন্তু জোর কদমে হেঁটে চলে
ঐ সামান্য দোষটা যদি নাই থাকতো এগিয়ে যেতো আঠারোকে পেছনে ফেলে।
হয়তো পড়ে গেছে কয়েক টা দাঁত
তাই শক্ত ছেড়ে দিয়ে নরম খুঁজে
কথাগুলো একটু জড়িয়ে গেলে ও
চেষ্টা করলেই কিন্তু লইবে বুঝে।
শ্রবণ ক্ষমতা একটু হোক না কম
শ্রবণ পথটা হয়তো কাজ করে না
একটুখানি জোরে বললে কথা
সব কথাগুলোই কিন্তু যাবে শোনা।
হোক ঝাপসা একটু চোখের দিশা
সবার সব আচরণ ই লক্ষ্য করে
কে, কোন্ চোখে দেখছে তারে
ভালো মন্দ সব কিছু বুঝতে পারে। একটু অভিমানী হলে মন্দ কিসের
রাগ করে না হয় বয়স ভারে
খুব বেশি কিছু তো চায় না ওরা
যদি রাখতে পারো একটু আদরে।
দরদ পেলে চোখে মুখে ফুটবে হাসি
ঘোর অন্ধকারে ও ওরা দেখবে আলো
হাসিমুখে ভরসার হাত দিলে বাড়িয়ে
প্রবীণ রা ও কিন্তু থাকবে ভালো।।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct