সন্ন্যাসী কাউরী, ডেবরা, আপনজন: গোটা দেশের সাথে ডেবরাতে শহীদ ও স্বাধীনতা সংগ্রামী বিরসা মুন্ডার ১৫০ তম জন্মদিন পালন করল আদিবাসী একতা মুক্তি মোর্চা। শুক্রবার ডেবরা, পিংলা, সবং ব্লক কমিটির উদ্যোগে ডেবরাতে দিনটিকে যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়। বিরসা মুন্ডা- কে শ্রদ্ধা জানিয়ে একটি পদযাত্রার আয়োজন করে উদ্যোক্তারা। ডেবরা কলেজের সামনে পথসভায় বক্তব্য রাখেন আদিবাসী একতা মুক্তি মোর্চার নেতৃত্ব ধনঞ্জয় মুর্মু, টুকাই সরেন, ভানু পাত্র সহ অন্যান্যরা।
পদযাত্রা শেষে ডেবরা সুপার স্পেশালিটি হাসপাতালের সামনে বিরসা মুন্ডা ও ড. আম্বেদকরের প্রতিকৃতিতে ফুল ও মালা দিয়ে শ্রদ্ধা জানান সাংগঠনের সদস্যরা । তারপর শুরু হয় আলোচনা এদিনের আলোচনা সভাতে বক্তব্য রাখেন ধনঞ্জয় মুর্মু, টুকাই সরেন। বক্তারা বলেন, শহীদ বীরসা মুন্ডা, সিধু, কানু, তিলকা মাঝি সহ আদিবাসী জনজাতি গোষ্ঠীর যে সমস্ত স্বাধীনতা সংগ্রামী, বিপ্লবী রয়েছ তাদের চর্চা করতে হবে ও জীবন থেকে শিক্ষা নিতে হবে। আদিবাসী জনজাতির জল জমি জঙ্গলের অধিকার সম্পর্কে মানুষকে সচেতন করে আরো বেশি বেশি করে সংঘটিত হতে হবে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct