নিজস্ব প্রতিবেদক, জঙ্গীপুর, আপনজন: ওয়াকফ সংশোধনী বিল সংবিধান বিরোধী। সুতরাং এই বিলকে অবিলম্বে বাতিল করার দাবীতে সোচ্চার হতে হবে। গতকাল মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের ওমরপুরে এক কনভেনশনে একথা বলেন অল ইন্ডিয়া সেকুলার ফ্রন্টের চেয়ারম্যান তথা বিধায়ক নওসাদ সিদ্দিকী। পার্টির জঙ্গীপুর বিধানসভা কমিটি এই কনভেনশনের আয়োজন করেছিল। বিধায়ক আরো বলেন, দেশজুড়ে ওয়াকফ বোর্ডের হাতে বিপুল জমি সম্পত্তি রয়েছে। সেগুলি হস্তগত করে কর্পোরেটদের হাতে তুলে দিতে বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার এই ফন্দিফিকির করছে। এটা কোনমতেই বরদাস্ত করা যাবে না। এটা সরকারের কোন সম্পত্তি নয়। মুসলমান সমাজের উন্নতির জন্য এই জমি পূর্বপুরুষরা ওয়াকফ বা দান করেছিলেন। তিনি বলেন, এই পদক্ষেপ দেশের অন্যান্য সম্প্রদায়ের কাছেও বিপদ কেননা তাদেরও নানান সম্পত্তির ওপর সরকার থাবা বসাতে পারে। নওসাদ সিদ্দিকী ওবিসি সংরক্ষণ বহাল রাখার জন্য সওয়াল করেন। বর্তমাণ আর্থ-সামাজিক প্রেক্ষাপটে দাঁড়িয়ে এই সংরক্ষণ জরুরী বলে তিনি মনে করেন। এদিন এই কনভেনশনে আইএসএফ চেয়ারম্যান ভিন্ রাজ্যে বাংলার পরিযায়ী শ্রমিকদের ওপর যে অত্যাচার হচ্ছে, গণপ্রহারে হামেশাই মৃত্যু ঘটছে তার তীব্র নিন্দা করেন। তিনি বলেন, স্বাধীন দেশের নাগরিক হিসেবে সবাই কিছু সংরক্ষণ অঞ্চল বাদে সর্বত্র যেতে পারে। তিনি বলেন, দেশের শাসকগোষ্ঠীর তীব্র সাম্প্রদায়িক ও প্রাদেশিকতার প্রচারের ফলে এই অনভিপ্রেত ঘটনাগুলি ঘটছে। এই প্রসঙ্গে তিনি পশ্চিযমবঙ্গ সরকারের উদাসীনতারও সমালোচনা করেন। পরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি শাঁসানি সংস্কৃতিরও কড়া সমালোচনা করে শাসক তৃণমূল কংগ্রেসকে হুঁশিয়ারি দিয়ে বলেন, এটি বেশিদিন স্থায়ী হবে না। এই সংস্কৃতিকে মানুষই পরাস্ত করবেন। এই কনভেনশনে আইএসএফ পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সদস্য গাজী সাহাবুদ্দিন সিরাজী, পার্টির মুর্শিদাবাদ জেলা সভাপতি হাবিব সেখ, কেন্দ্রীয় কার্যালয় সম্পাদক নাসিরুদ্দিন মীর, চাকরিপ্রার্থী আন্দোলনের নেতা ও লোকসভা নির্বাচনে তমলুক কেন্দ্রে দলের প্রার্থী মহিউদ্দিন আহমেদ মাহী, বিশিষ্ট সমাজসেবী ও লোকসভায় জঙ্গীপুর কেন্দ্রের আইএসএফ প্রার্থী সাজাহান বিশ্বাস সহ জেলা নেতৃত্বরা অংশ নেন।
আরও পড়ুন: