আপনজন ডেস্ক: রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অক্সফোর্ড সহ বিদেশ থেকে নানা আমন্ত্রণ পেলেও কেন্দ্রীয় বিদেশ মন্ত্রকের সম্মতি না মেলায় সেই সব অনুষ্ঠানে যোগ দেওয়া হয়নি। কিন্তু এবার রাশিয়ার মস্কো শহরে
ব্রিকস সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পাশাপাশি আমন্ত্রণ পেয়েছিলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। ভারতের মধ্যে তিনিই একমাত্র মেয়র যিনি ব্রিকস সম্মেলনে যোগ দেওয়ার আমন্ত্রণ পেয়েছেন। ব্রিকস সম্মেলন উপলক্ষে আগামী ১৭ থেকে ২১ সেপ্টেম্বর রাশিয়া সফরে যাওয়ার কথা ছিল মেয়র ফিরহাদ হাকিমের। নিয়ম অনুযায়ী রাজ্য সরকারে ছাড়পত্র মিললেও বাকি ছিল কেন্দ্রের অনুমোদন। সূত্রের খবর, শনিবার কেন্দ্রীয় সরকারের বিদেশ দফতর থেকে ফিরহাদ হাকিমকে মস্কো যাওয়ার অনুমতি না মেলার কথা জানানো হয়েছে। ব্রিকস সম্মেলনের অবসরে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকে বসার কর্মসূচি ছিল মেয়রের। সেই বৈঠকও তাই বাতিল হয়ে গেল।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct