অমরজিৎ সিংহ রায়, বালুরঘাট, অপনজন: নির্যাতিতা নাবালিকাকে দেখতে গঙ্গারামপুর মহকুমা হাসপাতালে এলেন পশ্চিমবঙ্গ শিশু অধিকার রক্ষা কমিশনের চেয়ারপার্সন তুলিকা দাস। সঙ্গে উপস্থিত ছিলেন কমিশনের একাধিক আধিকারিকেরা। নির্যাতিতা নাবালিকার সাথে এদিন কথা বলেন তাঁরা । পাশাপাশি কথা বলেন নাবালিকার পরিবারের লোকেদের সঙ্গে।
উল্লেখ্য, গত বুধবার রাতে পড়াশোনা করে ঘুমিয়ে ছিল পঞ্চম শ্রেণীতে পাঠরত ওই নাবালিকা। নিজের বাড়িতেই শোবার ঘরে মাঝরাতে তাকে ধর্ষণ করে খুনের চেষ্টা করা হয়। বর্তমানে অভিযুক্তকে আটক করেছে পুলিশ। অন্যদিকে, গঙ্গারামপুর মহকুমা হাসপাতালে ভর্তি রয়েছে ওই নাবালিকা মেয়েটি। নির্যাতিতা নাবালিকাকে দেখতে এদিন গঙ্গারামপুর মহকুমা হাসপাতালে আসেন পশ্চিমবঙ্গ শিশু অধিকার রক্ষা কমিশনের চেয়ারপার্সন তুলিকা দাস।
এ বিষয়ে তুলিকা দাস জানান, ‘চিকিৎসকরা সঠিক পদ্ধতিতেই চিকিৎসা করছেন। অনেকটাই উন্নতি হয়েছে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct