মোল্লা মুয়াজ ইসলাম, বর্ধমান, আপনজন: শনিবার কাঞ্চননগর দীননাথ দাস উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে উৎকর্ষ বাংলার আয়োজনে ছাত্রছাত্রীদের জন্য একটি জব অ্যাওয়ারনেস ক্যাম্প হয়। প্রধান অতিথি ছিলেন পূর্ব বর্ধমান জেলা নোডাল অফিসার শামস তিবরেজ আনসারি।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক ড. সুভাষচন্দ্র দত্ত স্বাগত ভাষণে বলেন, নতুন জাতীয় শিক্ষানীতি কর্মমূলক হতে যাচ্ছে। প্রথাগত যে শিক্ষাব্যবস্থার সঙ্গে আমরা পরিচিত ছিলাম তা পরিবর্তনের পথে। রাজ্য সরকারকে বিশেষ ধন্যবাদ যে উৎকর্ষ বাংলার মাধ্যমে অসংখ্য পড়ুয়া নিজের জীবনের রাস্তা খুঁজে পাচ্ছে। নোডাল অফিসার তিবরেজ আনসারি জানান, রাজ্য সরকারের উদ্যোগে উৎকর্ষ বাংলা এখন উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ ছাত্রছাত্রীদের তিনশর বেশি ধরণের কাজের জন্য উপযুক্ত প্রশিক্ষণ দিচ্ছে। যত বেশি আবেদন আমরা পাব তত বেশি প্রশিক্ষণের সুযোগ করে দিতে পারব। প্রশিক্ষণের বিভিন্ন সময়সীমা আছে। আমরা চাই, ছেলেমেয়েরা বসে না থেকে, নিজেদের যোগ্যতামান বুঝে ও বাড়িয়ে নিয়ে উপার্জন শুরু করুক। জেলা প্রজেক্ট ম্যানেজার দেবব্রত ভট্টাচার্য জানান, বর্ধমান শহরের পরিসরেই এখন বহু কাজের প্রশিক্ষণের ব্যবস্থা আছে। নিজেদের সুবিধামতো যে কোন কেন্দ্রে যুক্ত হতে আমি তোমাদের আহ্বান জানাই। সেমিনারে উপস্থিত ছিলের মহেন্দ্রনাথ ঘোষ এডুকেশনাল অ্যান্ড ওয়েলফেয়ার ট্রাস্ট, কোয়েস্টকম, এস আর এডুকেশন সেন্টার, মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা লিমিটেড এবং আরও অন্যান্য সংস্থার কর্ণধার যাঁরা ট্রাক্টর মেকানিক, বস্ত্র উৎপাদন, ডাটা এন্ট্রি অপারেশন ইত্যাদি বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দিয়ে থাকেন।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct