মোল্লা মুয়াজ ইসলাম, বর্ধমান, আপনজন: মন্তেশ্বর থানা মামুদপুর ১ ও পূর্বস্থলী ১ নম্বর ব্লকের নাদনঘাট ও বকপুর গ্রাম পঞ্চায়েত বিভিন্ন গ্রাম এখনো জলমগ্ন। মামুদপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের অধীন বন্ধূ পুর, গড় সোনাডাঙ্গা এলাকায় পাকা রাস্তার উপরে প্রায় তিন ফুট উপরে বইছে জল। যাত্রী বোঝায় বাস সহ অন্যান্য যানবাহন চলাচল করছে অনেক বিপদ জনকভাবে। সেই সঙ্গে জলমগ্ন এলাকাগুলো মানুষ যাতায়াত করছেন ট্রলার ও নৌকার মাধ্যমে জানালেন এলাকাবাসীরা।
দীর্ঘ নগর, বন্ধুপুর, গড় সোনাডাঙ্গা, বকপুর শাওড়া গড়িয়া, নাদন ঘাট বাস স্ট্যান্ডসহ বিভিন্ন এলাকায় নৌকাও ট্রলার হল গ্রামবাসীদের ভরসা। বাজার থেকে নিত্য প্রয়োজনীয় জিনিস ক্রয় করে নিয়ে যাচ্ছেন জলপথের মধ্য দিয়ে ।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct