হাসান লস্কর, পাথরপ্রতিমা, আপনজন: দক্ষিণ চব্বিশ পরগনা জেলার পাথরপ্রতিমা গ্রাম পঞ্চায়েতের বরদাপুর ১৯৯ নাম্বার বুথে শতাধিক মহিলা এবং পুরুষ মাত্র ৪০০ মিটার রাস্তার দাবিতে কাদার মধ্যে ধান গাছ লাগিয়ে বিক্ষোভ দেখালো গ্ৰামবাসীরা।
উল্লেখ্য পাথরপ্রতিমা ব্লকের পাথর প্রতিমা গ্রাম পঞ্চায়েত ১৯৯ বুথ, যেখানে শাসকদলের গ্রাম পঞ্চায়েত। রাস্তার একপ্রান্তে কংক্রিট ঢালাই অপরপ্রান্তে ইটের রাস্তা আর মাঝখানে প্রায় ৪০০ মিটার মাটির রাস্তা, এই বর্ষাকালে কোথাও এক হাঁটু জল কাদা, কোথাও আবার শুধু কাদা, এলাকাবাসীর অভিযোগ বারবার পঞ্চায়েত সদস্য সহ প্রধান কে জানিয়েও কোন কাজ হয়নি, তার উপরে মড়ার উপর খাঁড়ার ঘা। এলাকায় থাকা একমাত্র নলকূপটি আবার খারাপ অবস্থায়, দীর্ঘ সময় ধরে হ্যান্ডেল চেপে ও জল পড়েনা যদিও বা মাঝেমধ্যে সামান্য জল পড়ে তাও আবার দুর্গন্ধ পানের অযোগ্য। তাই বহু দূর থেকে জল আনতে হয় এই কাঁদার মধ্য দিয়ে, বহুবার আছার খেতে হয়েছে জল আনতে গিয়ে গৃহবধূদের, বিশেষ করে এলাকার অসুস্থ ব্যক্তিরা, প্রসূতি মা স্কুলের ছাত্র-ছাত্রীরা একমাত্র অঙ্গনারী কেন্দ্রের ছাত্র-ছাত্রী শিশুরা এলাকাবাসী পড়ে মহা সমস্যায়, জুতো হাতে কাঁদায় নেমে গিয়ে উঠতে হয় ইট কিম্বা কংক্রিট ঢালাইয়ে, কাদা পায়ে লাগার জন্য খুঁজতে হয় পুকুর ঘাট।
বিক্ষোভকারীদের আরো দাবি এই এলাকায় বেশ কয়েকটি ঘর এমন কি অপরাধ করেছে যার জন্য দুদিকে ইট বা কংক্রিট ঢালাই থাকলেও মাঝে কেন মাটি।
তবে এই বিষয়ে শাসকদলের পঞ্চায়েত প্রধান ও ওই এলাকার পঞ্চায়েত সদস্য জানান তারা মানুষের অসুবিধার কথা জেনে প্লান এস্টিমেট তৈরি করে ফেলেছে অল্প দিনের মধ্যে কাজ হবে,তারা সর্বদা মানুষের পাশে আছে।
ভোট আসে ভোট যায় বহুবার প্রতিশ্রুতি মিলেছে, এবার কি সত্যি সত্যি প্রতিশ্রুতি রক্ষা করবে প্রশাসন এটাই এখন দেখার, এটাই লাখ টাকার প্রশ্ন।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct