সমীর দাস, কলকাতা, আপনজন: ইতিমধ্যে খবরে প্রকাশ, মঙ্গলবার দিল্লিতে কংগ্রেসে ঘরোয়া সভায় অধীর চৌধুরীকে ‘প্রাক্তন রাজ্য সভাপতি’ বলে উল্লেখ করা হয়েছে। তার পরেই ক্ষোভে ফেটে পড়েন তিনি। রাতে তিনি সমাজ মাধ্যমে পোষ্ট করেন,
“আমাদের লোকদের মারছে, যে কর্মীরা রাতদিন তৃণমূলের হাতে মার খেলো,খাচ্ছে, তাদের জন্য আমরা বলবো না তো কে বলবে ?” তিনি লেখেন, তৃণমূল আমাদের দল ভাঙিয়েছে। একের পর এক মিথ্যা কেসে জেলে ঢুকিয়েছে আমাদের কর্মীদের। তাদের সঙ্গে সহবাস অসম্ভব। তিনি স্পষ্ট করে লেখেন, “তাহলে সেই তৃণমূলের বিরুদ্ধে কীভাবে চুপ করব? করলে আমার সেই সহকর্মীদের প্রতি অবিচার করা হবে! আমি পারব না।” লোকসভা নির্বাচনের আগেই অধীর চৌধুরীর সঙ্গে হাই কমান্ডের বিরোধ তৈরী হয়েছিল।
যে সময় ইন্ডিয়া জোটের সলতে পাকছিল, সেই সময় বাংলায় অধীর তৃণমূল বিরোধিতায় সুর চড়িয়ে গিয়েছেন। সোজা কথায় বুঝিয়ে দিয়েছিলেন, গোটা দেশে কী হবে জানা নেই বাংলায় তৃণমূলের সঙ্গে জোট হবে না। এর পরেই ক্ষুব্ধ অধীর লেখেন, “আমি পশ্চিমবঙ্গের প্রদেশ কংগ্রেস সভাপতি হিসাবে বলছি, আমাদের লড়াই রাজ্যে তৃণমূলের সঙ্গে গোটা দেশে বিজেপির সঙ্গে।” এবার প্রশ্ন, নতুন রাজ্য সভাপতি কে হতে চলেছে? সময় এই প্রশ্নের উত্তর দেবে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct