আপনজন ডেস্ক: জিম্বাবুয়েকে ৪ উইকেটে হারিয়ে ঘরের মাঠে টেস্টে প্রথম জয় পেয়েছে আয়ারল্যান্ড। এমন ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হওয়ার আনন্দ অবশ্য দ্রুতই মিইয়ে গেছে আইরিশ ব্যাটার হ্যারি টেক্টরের। আইসিসির আচরণবিধি ভঙ্গ করায় শাস্তি পেয়েছেন টেক্টর। মাঠে আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করায় শাস্তি পেয়েছেন তিনি। আচরণবিধি ২.৮ ধারায় ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা হয়েছে তার। সঙ্গে ১ ডিমেরিট পয়েন্টও যোগ হয়েছে তার নামের পাশে। জিম্বাবুয়ের বিপক্ষে ১৫৮ রান তাড়া করার সময় ষষ্ঠ ওভারে ঘটে ঘটনাটি। স্টাম্পের বাইরে যাওয়া রিচার্ড এনগারাভার বলে ব্যাট চালালে তা ঠিকমতো খেলতে পারেননি টেক্টর।
বল গিয়ে জমা হয় উইকেটরক্ষকের গ্লাভসে। আবেদন করার সঙ্গে সঙ্গেই আম্পায়ার আউট দিয়ে দেন। এতে ক্ষুব্ধ হয়ে কিছুটা সময় ক্রিজে দাঁড়িয়ে থাকার পর ড্রেসিংরুমে ফেরার সময় তাকে কিছু বলতে দেখা যায়। সঙ্গে ব্যাট ও গ্লাভসও ছুঁড়ে মারেন তিনি।
টেস্ট জয়ের পর ম্যাচ রেফারি জেফ ক্রোর কাছে ভুল স্বীকার করেন টেক্টর। তবে ক্ষমা চেয়েও পার পাননি তিনি। আয়ারল্যান্ডের ব্যাটার শাস্তি মেনে নেওয়ায় পরে আর শুনানির প্রয়োজন পরেনি।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct