রাজু আনসারী, অরঙ্গাবাদ, আপনজন: গঙ্গা ভাঙ্গন কবলিত এলাকার অসহায় মানুষদের পাশে দাঁড়াতে অভিনব উদ্যোগ নিয়ে বিনা পয়সার বাজারের আয়োজন করলো এডভ্যান্স লাইফ অর্গানাইজেশন।
রবিবার সকালে সামশেরগঞ্জের নতুন শিবপুর প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত এই বিনা পয়সার বাজারে পোশাক নিতে ভিড় জমান এলাকার শিশু থেকে শুরু করে মহিলা ও সাধারণ মানুষ। প্রায় পাঁচ শতাধিক পোশাক নিয়ে টেবিলে টেবিলে সাজিয়ে দেওয়া হয় সংগঠনের পক্ষ থেকে। তখনই নিজেদের পোশাক নিজেরাই ইচ্ছে মতো সেখান থেকে বিনা মূল্যে নিয়ে যান ভাঙ্গন কবলিত অসহায় পরিবার গুলো। এদিন শুধু বিনা পয়সার বাজারই নয়, সাধারণ মানুষের জন্য বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির এবং বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় এরও ব্যবস্থা করা হয়। কর্মসূচিতে উপস্থিত ছিলেন এডভ্যান্স লাইফ অর্গানাইজেশনের সভাপতি মোহাম্মদ আজহারউদ্দিন, নাফিসা বেগম, সংস্থার অন্যতম সদস্য কাবিল শেখ, ওয়াসিম আক্রাম আনসারী, নুর মোহাম্মদ কলেজের সহকারী অধ্যাপক আনোয়ার হোসেন সহ অন্যান্য বিশিষ্টজনেরা। পাঁচ শতাধিক মানুষ পোশাক নেওয়ার পাশাপশি দেড় শতাধিক মানুষ চোখের চিকিৎসা করানো হয় এদিনের শিবিরে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct