আপনজন ডেস্ক: পশ্চিমবঙ্গে ভোট পরবর্তী হিংসার জেরে ঘরছাড়া মানুষদের ঘরে ফেরাতে ব্যবস্থা নিতে সরকারকে নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। যেখানে হিংসার অভিযোগ উঠেছে সেখানে পুলিশকে কড়া নজরদারি রাখতে এবং এ জাতীয় ঘটনার পুনরাবৃত্তি যাতে না ঘটে তা নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে।
লোকসভা নির্বাচনের পর পশ্চিমবঙ্গে হিংসার অভিযোগ সংক্রান্ত আবেদনের শুনানির সময় বিচারপতি হরিশ ট্যান্ডনের নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ এই নির্দেশ জারি করে।
বেঞ্চ লিখিত আদেশে পশ্চিমবঙ্গে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের বিষয়ে তার নির্দেশাবলি ঘোষণা করতে পারে যা হাইকোর্টের ওয়েবসাইটে পোস্ট করা হবে। ২১ জুন পর্যন্ত রাজ্যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দিয়েছিল আদালত।
বিচারপতি হিরন্ময় ভট্টাচার্যকে নিয়ে গঠিত বেঞ্চ নির্দেশ দিয়েছে, বুধবার আবেদনগুলির ফের শুনানি হবে।
রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত আদালতকে জানান, ৪ জুন লোকসভা নির্বাচনের ফল ঘোষণার পর থেকে ১৮ জুন পর্যন্ত ডিজিপির দফতর থেকে ই-মেলের মাধ্যমে মোট ৮৫৯টি অভিযোগ জমা পড়েছে।
তিনি বলেন, এর মধ্যে ২০৪ টি অভিযোগ আমলযোগ্য অপরাধ এবং এফআইআর নথিভুক্ত করা হয়েছে। দত্ত জানান, নন-কগনিজেবল কেস সংক্রান্ত ১৭৫টি অভিযোগ দায়ের করা হয়েছে। অ্যাটর্নি জেনারেল জানিয়েছেন, ২১৯টি ডুপ্লিকেট অভিযোগ, ২৬টি অসম্পূর্ণ এবং ১৪টি তদন্তাধীন রয়েছে। নির্বাচনের পরে রাজ্যে হিংসা নিয়ে গুরুতর অভিযোগ উঠেছে বলে পর্যবেক্ষণ করে আদালত বলেছে, এই পরিস্থিতিতে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন অব্যাহত রাখা অনিবার্য কিনা তা নিয়ে প্রশ্ন উঠবে।
কেন্দ্রীয় সরকারের প্রতিনিধিত্বকারী অতিরিক্ত সলিসিটর জেনারেল অশোক কুমার চক্রবর্তী বলেছেন যে আদালত নির্দেশ দিলে রাজ্যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন অব্যাহত থাকবে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct