নিজস্ব প্রতিবেদক, ধূপগুড়ি, আপনজন: মঙ্গলবার বিকেলে ধুপগুড়ি মহকুমার অন্তর্গত গাদং ১ নং গ্রাম পঞ্চায়েতের কথাপাড়ার বেলতলি এলাকায় ভিক্ষা করার বেসে এক ভিক্ষু এলাকায় ঢুকে পরে। এলাকার বেশ কয়েকটি বাড়িতে তিনি ভিক্ষাও করেন।স্থানীয় বাসিন্দা ফজলার রহমানের বাড়িতে যান বাড়ির সদস্যদের অনুপস্থিতিতে ঘরের তালা ভেঙে ঘরে ঢুকে রীতিমতো ঘরের যাবতীয় জিনিসপত্র লন্ডভন্ড করে দেয় ওই ভিক্ষুড়। এমনকি আলমারি ভেঙে টাকা পয়সা সহ সোনার তৈরি অলংকার নিয়ে চম্পট দেয় ভিক্ষুক বলে অভিযোগ পরিবারের। দিনে দুপুরে চুরির ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে ওই এলাকায়। ধুপগুড়ি থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করে দিয়েছে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct