এম মেহেদী সানি, বনগাঁ, আপনজন: উত্তর ২৪ পরগনার সীমান্তবর্তী শহর বনগাঁয় যে সমস্ত বাজার রয়েছে তার মধ্যে অন্যতম বনগাঁ নিউ মার্কেট ৷ এই নিউমার্কেটের ব্যবসায়ীদের সঙ্গে বাজার পরিচালন সমিতি ‘নিউমার্কেটে ব্যবসায়ী সমিতি’র সম্পর্ক দৃঢ় করার লক্ষ্যে ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে নিউমার্কেটের পাঁচ শতাধিক ব্যবসায়ীর হাতে ১লা বৈশাখে প্রতিবছরের মত মিষ্টি এবং নতুন বছরের উপহার তুলে দিলেন বনগাঁ সাংগঠনিক জেলা আইএনটটিইউসি’র সভাপতি ও ‘নিউমার্কেটে ব্যবসায়ী সমিতি’র সম্পাদক নারায়ণ ঘোষ ৷ উপস্থিত ছিলেন নিউমার্কেট ব্যবসায়ী সমিতির কার্যকরী সভাপতি নৃত্য গোপাল দাস সহ অন্যান্যরা ৷ ফল-ফুল, শাক-সবজি, মুদি দ্রব্য থেকে শুরু করে মাছ-মাংস সহ সব ধরনের নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর বিপুলসম্ভার রয়েছে এই বাজারে ৷ জানা গিয়েছে বনগাঁর বহু সাধারণ মানুষ নিউমার্কেট থেকেই দৈনন্দিন বাজার করেন ৷ বিপুল সংখ্যক ক্রেতা বিক্রেতাদের উপস্থিতিতে সারা বছর বিভিন্ন সামাজিক কর্মসূচি, রক্তদান শিবির, বস্ত্র বিতরণ, স্বাস্থ্য শিবির ইত্যাদির আয়োজন করে নিউমার্কেটের ব্যবসায়ী সমিতি ৷ পয়লা বৈশাখের দিনও ব্যবসায়ীদের হাতে ব্যাগ এবং মিষ্টি তুলে দিয়ে তৃণমূল শ্রমিক নেতা নারায়ণ ঘোষ বলেন, ‘নিউমার্কেট ব্যবসায়ী সমিতি’র সঙ্গে ব্যবসায়ীদের সুসম্পর্ক গড়ে তোলার লক্ষ্যে এবং নিউমার্কেটে আগত ক্রেতা সাধারণদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে সারা বছর ধরে বিভিন্ন সামাজিক কর্মসূচি গ্রহণ করা হয় ৷ ১লা বৈশাখের দিনও আমরা ব্যবসায়ীদের হাতে মিষ্টি এবং উপহার তুলে দিলাম ৷’ পাশাপাশি ব্যবসায়ীদের সুখ-সমৃদ্ধি কামনা করেন নারায়ণ ঘোষ ৷
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct