আনোয়ার হোসেন, সুতাহাটা, আপনজন: রাজ্যের মুখ্যমন্ত্রী বিভিন্ন প্রকল্পের পাশাপাশি ভূমি দপ্তরের সহযোগিতায় ভূমিহীনদের পাট্টা দিচ্ছে,রাজ্য সরকার বরাবর দরাজ মানুষের জন্য,বাংলার জেলায় জেলায় ভূমিহীনদের দেওয়া হচ্ছে পাট্টা।এরমধ্যে যেমন উদ্বাস্তু, জমিহীন পাচ্ছেন সঙ্গে আছে ভূমিহীন কৃষকরাও।যে জমির পাট্টার জন্য আবেদন করা হয় সেই জমির চরিত্র,সঠিক মালিকানা, পরিমাপ, আইনগত বিষয় প্রভৃতি যাচাই করা হয়ে থাকে।সব দেখার পর উপযুক্ত প্রাপককে দেওয়া হয় পাট্টা। অনরুপ সুতাহাটায় সরকারি উদ্যোগে পাট্টা পেল ১৮ টি পরিবার,পাপিয়া দাস,অলোক দাস,ছায়া রানী মিস্ত্রি,গৌরি বালা মিস্ত্রি,বাপি মন্ডল,রইসুল ইসলাম সহ অনেকেই পাট্টা পায় সুতাহাটা পঞ্চায়েত সমিতির উদ্যোগে-ই সকলে পাট্টা পেয়ে ধন্যবাদ জানিয়েছেন মুখ্যমন্ত্রীকে। সুতাহাটা পঞ্চায়েত সমিতির বন ও ভূমি কর্মাধ্যক্ষ সৈয়দ আমজাদ হোসেন বলেন মূলত তাঁদের হাতে জমির পাট্টা দেওয়া হয়েছে,যারা দীর্ঘদিন ধরে সরকারি জায়গায় বাস করছেন। যে হতদরিদ্র মানুষের জায়গা কেনার সামর্থ্য নেই,তাদের পাট্টা দেওয়া হয়েছে। পাট্টা বিতরণে উপস্থিত ছিলেন সুতাহাটার বিডিও দেবলীনা দাস,সুতাহাটা পঞ্চায়েত সমিতির সভাপতি অশোক কুমার মিশ্র,সহ-সভাপতি সেক সাহা নওয়াজ,পঞ্চায়েত সমিতির বন ও ভূমি কর্মাধ্যক্ষ সৈয়দ আমজাদ হোসেন,বি এল আর ও সুপ্রভাত দাস, জেলা পরিষদের সদস্য অভিষেক দাস, মৎস্য কর্মাধ্যক্ষ ঝুমপা কালসা সহ অনেকেই।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct