নিজস্ব প্রতিবেদক, বাঁকুড়া, আপনজন: ফের জঙ্গলমহল সফরে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পুরুলিয়া, বাঁকুড়া ও ঝাড়গ্রামে সরকারী তিনটি জনসভা ও পরিষেবা প্রদান কর্মসূচী রয়েছে মুখ্যমন্ত্রীর। তার আগেই বাঁকুড়ার সার্কিট হাউস সংলগ্ন বাঁকুড়া স্টেডিয়ামে হল হেলিকপ্টারের ট্রায়াল রান। প্রশাসন সূত্রে খবর, ২৭ ফেব্রুয়ারি মুখ্যমন্ত্রী পুরুলিয়ায় পৌঁছাবেন। সেখানে সরকারি সভা করে ওইদিনই সেখান থেকে তিনি বাঁকুড়ায় আসবেন। বাঁকুড়া শহরের সার্কিট হাউসে রাত্রিবাস করে পরের দিন বাঁকুড়ার খাতড়ায় খড়বন মাঠে সরকারি সভায় যোগ দেবেন মুখ্যমন্ত্রী। সেই সভা থেকে সবুজসাথী,খাদ্য সাথী, কন্যাশ্রী, শিক্ষাশ্রী,যুবশ্রী,মানবিক সহ বিভিন্ন সরকারি পরিষেবা উপভোক্তাদের হাতে তুলে দেবেন। উদ্বোধন ও শিলান্যাস করবেন একাধিক প্রকল্পের। বাঁকুড়া স্টেডিয়ামে করা হয়েছে অস্থায়ী হেলিপ্যাড। সেই কারণেই রবিবার বাঁকুড়া সার্কিট হাউস সংলগ্ন স্টেডিয়ামে হেলিকপ্টারের ট্রায়াল রান হয়। মুখ্যমন্ত্রীর এই সফরকে ঘিরে প্রত্যাশায় বুক বাঁধছে জঙ্গলমহলবাসী। লোকসভা নির্বাচনের আগে ফের জঙ্গলমহলে এসে মুখ্যমন্ত্রী কি বার্তা দেয় সেদিকেই তাকিয়ে এখন সব মহল।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct