নিজস্ব প্রতিবেদক, অরঙ্গাবাদ, আপনজন: আসামের গুয়াহাটিতে পথ দুর্ঘটনায় মৃত্যু হলো মুর্শিদাবাদের সামশেরগঞ্জের এক যুবকের। শুক্রবার সকালে যুবকের পরিবারের কাছে মৃত্যুর খবর আসতেই কার্যত কান্নার রোল পরে যায় সামশেরগঞ্জের নতুন লোহরপুর গ্রামে। পরিবার সূত্রে জানা গিয়েছে, মৃত ওই যুবকের নাম সামাউল শেখ ওরফে রেহসান(২৫)। জানা গিয়েছে, সামসেরগঞ্জের নতুন লোহরপুর গ্রামের ওই যুবক বিভিন্ন সময়ে এলাকাতেই শ্রমিকের কাজ করতেন। কিন্তু দিন দশেক আগে পন্যবাহী গাড়ির খালাসির কাজ শুরু করেন। বহরমপুরের দিক থেকে পন্যবাহী লরির সঙ্গে আসামের গুয়াহাটি গিয়েছিলেন সামাউল শেখ নামে ওই যুবক। সেখানে গাড়ি খালি করে বাড়ি ফিরছিলেন তিনি। কিন্তু বৃহস্পতিবার গভীর রাতে আসামের গুয়াহাটি সংলগ্ন সোনারপুর এলাকায় গাড়ি দাঁড় করিয়ে রাস্তার পাশে চায়ের দোকানে চা খেতে গিয়েছিলেন ড্রাইভার। সেসময় গাড়ির পেছনের দিকে চাকা চেক করছিলেন খালাসী সামাউল শেখ। দাবি, সেসময় পেছন থেকে হঠাৎ একটি বাইক ধাক্কা মারে খালাসীকে। তখনই গুরুতর জখম অবস্থায় তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই মৃত্যু হয় ওই যুবকের। শুক্রবার সকালেই মৃত্যু সংবাদ পৌঁছায় সামশেরগঞ্জের নতুন লোহরপুর গ্রামের যুবকের পরিবারে। বাড়ির একমাত্র ছেলেকে হারিয়ে শোকাচ্ছন্ন পরিবারের সদস্যরা। দেহ ফিরিয়ে নিয়ে আসার তৎপরতা শুরু করে পরিবারের লোকজন। পরিবারের একমাত্র রোজগেরে সন্তানের মৃত্যুতে দুই সন্তান নিয়ে কিভাবে সংসার চালাবেন তা নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন পরিবারের সদস্যরা।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct