আপনজন ডেস্ক: তৃণমূল ত্যাগ কিংবা লোকসভা নির্বাচনে আর না দাঁড়ানোর জল্পনায় জল ঢেলে দিলেন ঘাটালের তৃণমূল সাংসদ দীপক চৌধুরি ওরফে দেব। শনিবারের বারবেলায় তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দীর্ঘ বৈঠক করলেন। তৃণমূল সুত্রের খবর, মান ভঞ্জন হযেছে দেবের। অবশেষে দেব রাজি হযেছেন আগামী লোকসভা নির্বাচনে ঘাটাল থেকেই তৃণমূলের হয়ে তিনি লড়বেন।
উল্লেখ্য, দিন কয়েক আগে ঘাটাল লোকসভা কেন্দ্রের অন্তর্গত তিনটি প্রশাসনিক পদ— ঘাটাল কলেজ, ঘাটাল মহকুমা হাসপাতালের রোগী কল্যাণ সমিতি এবং বীরসিংহ উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দেন তৃণমূলের সাংসদ-অভিনেতা। । এর পর সংসদে তিনি ভাষণ দিয়ে বারে বারে ঘাটালের কথা স্মরণ করান। তার বক্তৃতায় ছিল আর ভোটে না দাঁড়ানোর সুর। এরপর বিষয়টি বিশেষভাবে গুরুত্ব দেন অবিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি দেবের ভাষণ ও কয়েকটি সরকারি পদ থেকে ইস্তফা দেওোকে কেন্দ্র উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় দেবের সঙ্গে বৈঠক করার কথা জানান।
সেই পূর্ব ঘোষণা মতোই শনিবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করলেন ঘাটালের তৃণমূল সাংসদ তথা অভিনেতা দীপক অধিকারী ৷ ক্যামাক স্ট্রিটে দেবের সঙ্গে কথা হয় অভিষেকের।
এদিন বিকেল চারটে নাগাদ অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিসে পৌঁছে যান দেব। এরপর তাদের মধ্যে ঘন্টা খানেক কথাবার্তা হয়। তৃণমূল সূত্র জানিয়েছে তাদের মধ্যে ইতিবাচক আলোচনা হয়েছে। অভিষেকের সঙ্গে কথা বলার পর মানভঞ্জন হয়েছে দেবের। তারপর লোকসভা নির্বাচনে দেব প্রতিদ্বন্দ্বিতা করতে সম্মত আছেন বলে অভিষেককে জানান।
দেব দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের কাছে তিনি কথা দিয়েছেন, তৃণমূল কংগ্রেস চাইলে তিনি ফের লোকসভা ভোটে দাড়াবেন। এক্ষেত্রে ঘাটাল তার প্রথম পছন্দ হলেও দল কেন্দ্র পাল্টালেও তার আপত্তি নেই। যদিও কোন কেন্দ্রে তিনি দাঁড়াবেন সেই সিদ্ধান্ত নেওয়ার ভার তৃণমূল কংগ্রেসের উপর ছেড়ে দেন দেব। তবে ঘনিষ্ঠ সূত্রের খবর, ঘাটাল থেকেই তিনি দাঁড়াতে চান বলে অভিষেককে জানিয়েছেন।
দল ছাড়ার জল্পনা উড়িয়ে অভিষেককে দেব বলেছেন, তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেসের একজন অনুগত সৈনিক। তাই দল যেভাবে তাকে কাজ করার নির্দেশ দেবেন তিনি তা মাথা পেতে নেবেন।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct