জিয়াউল হক, চুঁচুড়া, আপনজন: পিংকি, মামনিদের মুখগুলো খুশিতে ঝলমল করছে।চারটি জেলার বিভিন্ন হোম থেকে আসা ঐ ছোট ছোট ছেলেমেয়েগুলো আজ পড়ার বই এর বাইরে বেরিয়ে নিজেদের অন্য প্রতিভা গুলো মেলে ধরার সুযোগ পেয়েছে একদম পিকনিক মুডে।পশ্চিমবঙ্গ সরকারের জনশিক্ষা প্রসার ও গ্রন্থাগার পরিষেবা বিভাগের অধীনে কল্যাণ আবাস সমূহের ছাত্র-ছাত্রীদের নিয়ে আঞ্চলিক সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করেছিল হুগলি জেলার জনশিক্ষা প্রসার দপ্তর। উত্তরপাড়া জয় কৃষ্ণ লাইব্রেরীতে আয়োজিত এই অনুষ্ঠানে আড়াইশোর বেশি ছাত্র ছাত্রীরা এই সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।নাটক, সমবেত নৃত্য, এবং অঙ্কন প্রতিযোগিতার মধ্যে দিয়ে প্রতিযোগীরা তাদের সাংস্কৃতিক মানসিকতার শৈলী তুলে ধরে। হুগলি জেলার জনশিক্ষা প্রসার আধিকারিক, সুদীপ্তা মজুমদার জানান, হাওড়া, হুগলি, কলকাতা এবং দক্ষিণ চব্বিশ পরগনা থেকে আগত ১৬টি হোমের ২৫০এর বেশী ছাত্র ছাত্রী এবং তাদের পরিদর্শকদের নিয়ে প্রায় চারশোজন কে নিয়ে’জোন সি’– তে এই প্রতিযোগিতা সংঘটিত হয়। অংশগ্রহণকারী সমস্ত ছাত্র-ছাত্রীদের হেলথ চেক আপেরও ব্যবস্থা করা হয়েছিল। তাছাড়া দুর থেকে আসা ছাত্র ছাত্রীদের থাকার ব্যবস্থা করেছিলেন উত্তরপাড়ার পৌরসভার চেয়ারম্যান দিলীপ যাদব। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তরপাড়ার বিধায়ক কাঞ্চন মল্লিক এবং চাঁপদানি এর বিধায়ক অরিন্দম গুইন, উপস্থিত ছিলেন জেলাশাসক মুক্তা আর্য্যা, শিক্ষা কর্মাদক্ষ্য সুবীর মুখোপাধ্যায়, উত্তর পাড়া পৌরসভার চেয়ারম্যান দিলীপ যাদব, অতিরিক্ত জেলাশাসক (উন্নয়ন) অমিতেন্দু পাল সহ জেলার অন্যান্য আধিকারিক বৃন্দ।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct