লক্ষ সুখ
মহসিন মল্লিক
বাতাসের আদরে তোর ওড়াউড়ি চুল
ছুয়ে দেয় যদি উষ্ণ ওম, ওমের ফাগুন
মসৃণ অনভিপ্রেত লেগে যায় যদি ধূল।
আমিও এঁকে দিতে পারি অনায়াসে
প্রশস্ত কপোলের ক্যানভাসে তোর ওরে
সদ্য ফোটা পরিপুষ্ট পরিজাত ফুল...
জ্যোৎস্না হাসে যদি উৎসুক তোর মুখে
চিন্তাশূন্য মোহময়ী তুই অপরূপা
উদ্ধত গর্বিত পরিপুষ্ট ওই বুক।
লেবুরস কোয়া থরথর কাঁপা ভীরু ঠোঁট
আমিও ঢেলে দিতে চাই প্রেম মোহ
অনুভবে স্পন্দনে লক্ষ সুখ।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct