আপনজন ডেস্ক: অ্যাঙ্কেলের চোটে খেলার বাইরে আছেন। বিশ্বকাপের পর এখনো মাঠে নামাই হয়নি। কবে ফিরবেন, ঠিক নেই সেটিও। তবে মাঠের বাইরের সময়টাও ভারতের পেসার মোহাম্মদ শামির দারুণ যাচ্ছে।গত বছর, বিশেষ করে বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্সের কারণে জিতেছেন ভারত সরকারের অর্জুন অ্যাওয়ার্ড। সেই পুরস্কার আজ গ্রহণ করবেন ভারতের এই পেসার। সেই শামি ইংল্যান্ড সিরিজকেই ফেরার লক্ষ্য বানিয়েছেন। গতকাল টাইমস অব ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে দলের বর্তমান পেস আক্রমণ নিয়েও কথা বলেছেন শামি।ভারতের সংবাদমাধ্যম ‘ইন্ডিয়ান এক্সপ্রেস’ জানিয়েছিল, ইংল্যান্ডের বিপক্ষে প্রথম দুই টেস্টে না-ও খেলতে পারেন শামি। কারণ, বিশ্বকাপের পর তিনি এখনো বোলিং শুরু করেননি।
শামি নিজের ফিটনেস নিয়ে বলেছেন, ‘আমার পুনর্বাসন প্রক্রিয়া ঠিক পথে আছে, বিশেষজ্ঞ দল ও জাতীয় ক্রিকেট একাডেমি আমার উন্নতিতে খুশি। একটু অসারতা আছে, তবে সেটি নিয়ে চিন্তার কিছু নেই। অনুশীলন সেশন শুরু করেছি, আমার বিশ্বাস, ইংল্যান্ড সিরিজে ফিরতে পারব। ফেরার জন্য এই সিরিজকেই লক্ষ্য বানিয়েছি। আশা করছি, ইংল্যান্ড সিরিজে আমাকে দেখতে পাবেন।’নিষেধাজ্ঞা তুলে নিল এসিবি দক্ষিণ আফ্রিকায় গিয়ে প্রথম টেস্টে হারার পর কেপটাউনে ইতিহাসের সংক্ষিপ্ততম টেস্টে দক্ষিণ আফ্রিকাকে ৭ উইকেটে হারিয়েছে ভারত। তাতে দ্বিতীয়বার দক্ষিণ আফ্রিকায় টেস্ট সিরিজ ড্র করেছে। এই জয়ে মূল অবদান রেখেছেন পেসাররাই। নিয়েছেন দুই ইনিংসে সব কটি উইকেটই। দর্শক হিসেবে সেই জয় দেখা শামি কথা বলেছেন সতীর্থদের নিয়েও, ‘দ্বিতীয় টেস্টে আমরা ভালো করেছি। সবাই ভালো করেছে, আমাদের বোলিং আক্রমণ তো দুর্দান্ত করেছে। দুর্ভাগ্যবশত আমি মিস করেছি, যত দ্রুত সম্ভব প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে চাই। আত্মবিশ্বাসের সঙ্গে বলছি, আমাদের পেস আক্রমণ দুনিয়ার অন্যতম সেরা। বিশ্বকাপের সময়ও সেটা দেখেছেন। দক্ষিণ আফ্রিকায় যশপ্রীত বুমরা ও মোহাম্মদ সিরাজ দুর্দান্ত বোলিং করেছে। বলতে পারি আমাদের পেস আক্রমণ যেকোনো দলকে চ্যালেঞ্জ জানানোর জন্য যথেষ্ট।’বিশ্বকাপে ৭ ইনিংসে ২৪ উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেটশিকারি ছিলেন শামি। এই উইকেটগুলো তিনি পেয়েছেন মাত্র ১০.৭০ গড়ে, ইকোনমিও দারুণ-৫.২৬! অথচ বিশ্বকাপের প্রথম ৪ ম্যাচে একাদশেই সুযোগ পাননি। মূলত বিশ্বকাপের এমন পারফরম্যান্সই তাঁর ক্যারিয়ারে নতুন অধ্যায় শুরু হয়েছে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct