সাদ্দাম হোসেন, জলপাইগুড়ি, আপনজন: পুলিশ আবাসনের উদ্বোধনে এসে দুস্থ মানুষদের হাতে শীত বস্ত্র তুলে দিলেন জলপাইগুড়ি জেলার পুলিশ সুপার খান্ডবহালে উমেশ গনপত। সেই সাথে পুলিশের উদ্যোগে আয়োজিত রক্তদান শিবিরে যোগ দিন।এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাল মহকুমার পুলিশ আধিকারিক রবীন থাপা, মাল থানার আইসি সুজিত লামা, বিশিষ্ট সমাজসেবী অমিত দে প্রমুখ। সোমবার সকাল ১১.৩০ মিনিট নাগাদ জলপাইগুড়ির পুলিশ সুপার শ্রী উমেশ গণপত মাল থানায় এসে রক্তদান শিবিরে যোগ দেন। সেখানে তার হাত দিয়ে দুস্থ মানুষদের হাতে শীতে আচ্ছাদন কম্বল দেওয়া হয়।এরপর থানার পিছনে নবনির্মিত পুলিশ আবাসনের সূচনা করেন ও গোটা আবাসন এলাকা ঘুরে দেখেন।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct