অমরজিৎ সিংহ রায়, বালুরঘাট, আপনজন: বিভিন্ন দল ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন বেশ কিছু মহিলা। বালুরঘাট পুরসভার অন্তর্গত ৮ নং ওয়ার্ড তৃণমূল কংগ্রেস নেতৃত্বে তরফে রবিবার এই যোগদান পর্ব চলে। এদিনের এই যোগদান পর্বে উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি সুভাষ চাকি, বালুরঘাট টাউন তৃণমূল কংগ্রেসের সভাপতি দেবাশীষ কর্মকার সহ আরো অনেকে। মূলত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন ধারাকে অব্যাহত রাখতেই তৃণমূল কংগ্রেস যোগদান করেছেন বলেই সদ্য যোগদান কারীরা জানিয়েছেন। অন্যদিকে, এই যোগদানের ফলে তৃনমূল কংগ্রেসের মহিলা সংগঠন আরো শক্তিশালী হবে বলেই মনে করছে তৃণমূলের নেতৃত্ব।এ বিষয়ে তৃণমূল কংগ্রেসের জেলার সহ-সভাপতি সুভাষ চাকি জানান, ‘মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আস্থা রেখে ভারতীয় জনতা পার্টির মহিলা মোর্চার বুথ প্রেসিডেন্ট তৃণমূল কংগ্রেসের যোগদান করলেন। এদিন সব মিলিয়ে অন্যান্য দল ছেড়ে প্রায় ৩২ জন মহিলা তৃণমূল কংগ্রেসের যোগদান করেছেন।’
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct