এম মেহেদী সানি, বারাসত: আপনজন: উত্তর ২৪ পরগনা জেলা জমিয়েত ওয়ার্কিং কমিটির উদ্যোগে অনুষ্ঠিত হল প্রস্তুতি সভা । জমিয়েত উলামায়ে হিন্দের ১০৩ বছর পূর্তি উপলক্ষে রাজ্য জমিয়তের আহ্বানে জানুয়ারি মাসের আগামী ২০ তারিখ নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত সমাবেশে উপস্থিত হওয়ার আহ্বান জানিয়ে এদিন ওই সভায় বক্তব্য রাখেন রাজ্য জামিয়েত উলামায়ে হিন্দের সাধারণ সম্পাদক মুফতি আব্দুস সালাম, উত্তর ২৪ পরগনা জেলার জমিয়ত উলামায়ে হিন্দের সম্পাদক কাজী আরিফ রেজা প্রমুখ। সংগঠকদের পক্ষ থেকে দাবি করা হয়, স্বাধীনতা আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন জমিয়তে উলামায়ে হিন্দ । আর সেই স্বাধীন ভারতবর্ষের সংবিধানের অক্ষুন্নতা, জাতীয় সংহতি, মিল্লি ইত্তেহাদের গুরুত্ব নিয়ে সমাবেশে ডাক দিয়েছেন জমিয়ত উলামায়ে হিন্দের রাজ্য সভাপতি ও রাজ্যের মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী । আর সেই সমাবেশ সফল করতে জেলায় জেলায় জমিয়ত উলামায়ে হিন্দের পক্ষ থেকে তৎপরতা গ্রহণ করা শুরু হয়েছে । বারাসাতের কাজীপাড়ায় সংগঠনের নিজস্ব কার্যালয়ে রবিবার অনুষ্ঠিত প্রস্তুতি সভা থেকে সমাবেশ সফল করতে একাধিক পরিকল্পনা গ্রহণ করা হয়। মুফতি আব্দুস সালাম, কাজী আরিফ রেজা সাহেবরা জানান বর্তমান ভারতবর্ষের পরিস্থিতির দিকে লক্ষ্য রেখে সংবিধান সুরক্ষিত রাখতে, সাম্প্রদায়িক সম্প্রীতি অক্ষুণ রেখে সকলের মধ্যে সৌভ্রাতৃত্ব বজায় রেখে ঐক্যবদ্ধ হওয়ার লক্ষ্যে আমরা সকলে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে উপস্থিত হব । এদিন ওই প্রস্তুতি সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা জমিয়তের সহ:সভাপতি মাওলানা আব্দুল হাকিম, মাওলানা, মাওলানা নুরুল হক, মাওলানা আমির হাসান, সহ-সম্পাদক কারী মাহমুদ হোসাইন, কোষাধ্যক্ষ মাওলানা বজলুর রহমান, মাওলানা নাসির উদ্দিন, মাওলানা বাকি বিল্লাহ, মাওলানা জাকির হোসাইন প্রমুখ । উত্তর ২৪ পরগনা জেলা জমিয়ত উলামায়ে হিন্দের ৫৪ টি শাখা সহ সমস্ত জেলার দায়িত্বপ্রাপ্ত সভাপতি ও সম্পাদকদের তৎপরতায় আগামী সমাবেশ সাফল্যমণ্ডিত হবে বলে আশা করছেন সংগঠকরা।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct