নিজস্ব প্রতিবেদক, সুতাহাটা: দ্য ইন্টারন্যাশনাল মিশন ফর সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড চ্যারিটি (ইমসচ)-এর উদ্যোগে পশ্চিমবঙ্গ রাজ্যের অন্তর্গত পূর্ব মেদিনীপুর জেলার অধীন অমরশাই, চৈতন্যপুর এবং ‘সুতাহাটা লাবণ্য প্রভা বালিকা বিদ্যালয়’-এ এক কর্মশালার আয়োজন করা হয়। এই কর্মশালার বিষয় ছিল গর্ভবতী মহিলাদের পরিষেবা, কিশোর-কিশোরীদের পুষ্টি, খাদ্য, রিকমেন্ডডেটরি ডায়েটার আ্যালাওয়েন্স (আর.ডি.এ) পরিষেবা, রাতকানা, চিকেন পক্স, নিউমোনিয়া, তীব্র শ্বাস সংক্রান্ত সংক্রমণ, জরায়ুমধ্যস্থ কৃমির জন্মনিরোধক, শিশুদের ভাইরাস জনিত সংক্রমণ প্রতিরোধ, ভাঙ্গা বা ধারালো দাঁতের চিকিৎসা, বিনামূল্যে স্বাস্থ্য, রক্ত, তেজস্ক্রিয় রশ্মি পরীক্ষা, বিনামূল্যে চোখে লেন্স প্রতিস্থাপিত এবং ফ্যাকো, গ্লুকোমা, আ্যামব্রায়োপিয়া, ল্যাসিক চিকিৎসা পরিষেবা প্রভৃতি। কর্মশালায় ৮২৩ জন কিশোর-কিশোরী বৃদ্ধ-বৃদ্ধা, মা ও শিশু অংশ নেয়। মিশনের মহাসচিব তথা ভারতীয় গোয়েন্দা ও তদন্ত সংস্থার (আইডিআইও) মুখ্যসচিব দেবাশীষ ঘোষ বলেন, স্বাভাবিকভাবে আমাদের পাকস্থলীতে অ্যাসিড নিঃসরিত হয় যা হজমে সাহায্য করে। অ্যাসিডের ক্ষতের হাত থেকে পাকস্থলীকে বাঁচাতে ভেতরের দেওয়ালে শ্লেষ্মা ঝিল্লির (মিউকাস মেমব্রেন) আবরণ থাকে। গ্যাস্ট্রিক গ্লান্ডে স্বাভাবিকের তুলনায় বেশি অ্যাসিড নিঃসরণ হলেই পাকস্থলীর অ্যাসিডের মাত্রা বেড়ে যায়; তখন ওই পর্দায় ক্ষতের সৃষ্টি হয়। এই রোগের মুল কারণ হিসাবে গ্যাস্ট্রোইসৌফেজিয়াল রিফ্লাক্স - ডিজিজ বা সংক্ষেপে গার্ডকে দায়ী করা হয়। বুক
জ্বালা পোড়ার সাথে সাথে অনেকেরই বুকে প্রচণ্ড ব্যথা হতে পারে। ব্যথার প্রচণ্ডতা এতোটাই হতে পারে যে হার্ট অ্যাটাক
বা হৃদরোগ হয়েছে বলে মনে হতে পারে। কর্মশালায় উপস্থিত ছিলেন মিশনের মহাসচিব দেবাশীষ ঘোষ, মিশনের সভাপতি মলি বাগচী, কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মনসুখ মন্দাভিয়া, কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী গিরিরাজ সিং, ডা. শতরূপা বসু, ডা. প্রলয় আচার্ধ্য, ভেষজ রসায়নবিদ রাজীব মণ্ডল, শম্ভুনাথ বেরা, কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের সচিব রাজেশ ভূষণ, শ্রীমৎ স্বামী সর্বপ্রিয়ানন্দ মহারাজ, শ্রীমৎ স্বামী শিবারূপানন্দ মহারাজ প্রমুখ।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct